Barak Updates
শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে দেওয়া উচিত, বললেন সুশীল
১৭ জানুয়ারিঃ ভাল না লাগলে বিজেপি ছেড়ে দিতে শত্রুঘ্ন সিনহাকে পরামর্শ দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। তিনি বলেন, শত্রুঘ্ন বিরুদ্ধে নাগাড়ে মন্তব্য করে চলেছেন। কী প্রয়োজন সে সবের! ভাল না লাগলে দল ছেড়ে দিলেই হয়। বিজেপি যে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়েছিল, দুইবার লোকসভার সদস্য করেছিল, দুইবার রাজ্যসভায় পাঠিয়েছিল, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সুশীলবাবু বলেন, তিনি এখন সেই দলের বিরুদ্ধেই যা খুশি বলে যাচ্ছেন। ‘‘উনি আসলে যশবন্ত সিনহার পাল্লায় পড়েছেন’’, মন্তব্য করেন সুশীল মোদি।
গত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে দলের সমালোচনা করছেন অভিনেতা-নেতা শত্রুঘ্ন। বিরুদ্ধে মুখ খুলেছেন শত্রুঘ্ন। সভা-সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রকাশ্যে সমালোচনা করেছেন। এখন আবার ঘন ঘন বিজেপি-বিরোধী নেতাদের বাড়িতে যাওয়া শুরু করেছেন তিনি। বিশেষ করে আরজেডির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, শত্রুঘ্ন আসন্ন লোকসভা নির্বাচনে আরজেডির টিকিটে পটনা সাহিব থেকেই লড়তে চাইছেন। সে ক্ষেত্রে যাতে কংগ্রেসেরও সমর্থন পান, সেই চেষ্টাও করছেন তিনি। শত্রুঘ্ন অবশ্য বলে দিয়েছেন, ‘আমি আবার দাঁড়াব পটনা সাহিবেই।’’ ওই আসনে এ বার বিজেপি প্রার্থী হিসেবে লড়তে চাইছেন খোদ সুশীল মোদি। পুরো ঝেড়ে কাশতে না চাইলেও উপমুখ্যমন্ত্রী বলেন, দল চাইলে দাঁড়াতে রাজি রয়েছেন।
English text here