India & World UpdatesBreaking News

এনসেফেলাইটিসে বিহারে মৃত্যু বেড়ে ৯৬, পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭ জুন : বিহারে এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়়ে দাঁড়াল ৯৬৷ বিহারের ১২টি জেলার ২২২টি ব্লক অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমের সংক্রমণ অব্যাহত৷ সব চেয়ে বেশি প্রভাব পড়েছে মুজফ্ফরপুর ও সংলগ্ন এলাকায়৷ এনসেফেলাইটিসে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এ পর্যন্ত বিহারে এনসেফেলাইটিসে ৯৬ জনের। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে। জ্বর, মাথাব্যথার মতো এনসেফেলাইটিসে একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৫০ জন৷ বিহারের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে মুজফ্ফরপুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কেন্দ্রের চিকিত্সকদের একটি দল বিহারের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷

কেন্দ্রীয় মেডিক্যাল টিমের সদস্যরা খোঁজখবর নেন মুজফ্ফরপুরের হাসপাতালের। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশাসন এই রোগকে এনসেফেলাইটিস বলে মানতে নারাজ৷ বিহারের স্বাস্থ্য দজফতরের আধিকারিকদের মতে, রক্তে শর্করা অতিরিক্ত পরিমাণে কমে যাওয়ার দরুনই এই মৃত্যু৷ অনেকেই আবার মনে করছেন ব্রেনডেথের ফলে মারা গিয়েছেন এত মানুষ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker