India & World UpdatesHappeningsSportsBreaking News
শচীন-কপিলের রেকর্ড ভাঙলেন নতুন কারিগর রোহিত শর্মা
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন। ভেঙেছেন ৪০ বছর আগে কপিলের করা নজিরও। বুধবার বিশ্বরেকর্ডের নতুন কারিগর রোহিত শর্মাকে দেখল কোটলা। হিটম্যানের দাপটে আফগানিস্তান উড়ে গেল খড়কুটোর মতোই।
আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান রোহিত। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর আগে এই নজির ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন কপিল। এদিন একশো করতে রোহিত আরও ৯ বল কম নেন।
একই সঙ্গে রোহিত শচীনের একাধিক রেকর্ড ভেঙে ফেলেন। ৮৪ বলে ১৩১ করে রোহিত যখন আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন তখন ম্যাচ ভারতের পকেটে। রোহিতকে মুড়ে রেখেছে তখন একাধিক রেকর্ড।
রোহিতের করা ১৩১ রান ভারতীয়দের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর হয়ে গেল। এর আগে এই নজির ছিল তেন্ডুলকরের দখলে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে তিনি অপরাজিত ১২৭ রান করেছিলেন। ২০১৯ বিশ্বকাপে রোহিত আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করেছিলেন। এটা ছিল এতদিন দ্বিতীয় সর্বোচ্চ। এদিন নিজের ব্যক্তিগত রেকর্ড ভাঙার পাশাপাশি শচীনকেও ছাপিয়ে গেলেন।