Barak UpdatesAnalyticsBreaking News
শংকরদেব কলাক্ষেত্রে ২০ জুলাই পাবলিক বৈঠকে জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ
ওয়ে টু বরাক, ১৪ জুলাই : আসাম রাজ্য কমিশন জনগণের পরামর্শ বা আপত্তি বিবেচনার জন্য সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। সেই অনুসারে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক অডিটোরিয়ামে আগামী ২০ জুলাই সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগণের যে বৈঠক অনুষ্ঠিত হবে, এতে নিম্ন আসাম এবং বরাক উপত্যকা (ধুবড়ি, গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা, বঙ্গাইগাঁও, বরপেটা, নলবাড়ি, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়) জেলার জনগণের কথা শোনা হবে।
এ মর্মে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এক নির্দেশে আগামী ২০ জুলাই বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির জেলাশাসকদের খসড়া সীমাবদ্ধতা প্রস্তাবের শুনানি সংক্রান্ত পাবলিক বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।