NE UpdatesBarak UpdatesBreaking News
তালিকায় নেই অনেকেই, লোকতন্ত্র সেনানী পেনশন ফিরিয়ে দিল সিপিএম
ওয়েটুবরাক, ২৬ জুন : গণতন্ত্র বাঁচানোর আন্দোলন করতে গিয়ে জরুরি অবস্থার সময় অসমে যারা গ্রেফতার হয়ে জেলে ছিলেন, সরকার তাঁদের লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান করেছে। সঙ্গে দিয়েছে ১৫ হাজার টাকার মাসিক পেনশন। সিপিএম এই পেনশন নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। কিন্তু বন্দিদের যে তালিকা সরকারি তরফে প্রকাশ করা হয়েছে, তাতে বহু বামপন্থীর নাম বাদ পড়েছে বলে তারা ক্ষোভ ব্যক্ত করেন। সিপিএমের কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্র বরাক উপত্যকার উদাহরণ টেনে বলেন, এখানে ২০ জন সিপিএম কর্মী বিনা বিচারে বন্দি ছিলেন। তাঁদের মধ্যে শুধু ৭ জনের নাম প্রকাশ করে পেনশনের কথা বলা হয়েছিল। আন্দামানে বন্দিজীবন কাটানো গোপেন রায়ের নামও তাঁদের তালিকায় স্থান পায়নি। নেই দীপক ভট্টাচার্য, নিশীথ দাস, মৃণালকান্তি দত্তবিশ্বাস, আব্দুল খালেক, তুষারকান্তি দেশমুখ্য, নির্মল দে, শ্যামাপ্রসাদ দে, দুলাল মিত্র, সুদীপ দেব, মনীন্দ্র সিংহ, নির্মলকুমার ভট্টাচার্য, প্রণব ভট্টাচার্যের নাম। রাজ্য জুড়ে সংখ্যাটা শতাধিক হবে বলে জানিয়েছেন দলের প্রদেশ কার্যনির্বাহী সদস্য রেজামন্দ আলি বড়ভুইয়া।
তবে যাদের পেনশনের কথা বলা হয়েছিল তাঁদের মধ্যে রয়েছেন সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক সমীরণ আচার্য। তিনি এ দিন সাংবাদিকদের বলেন, “ওই সময়ে আমরা পেনশনের জন্য লড়িনি। এর চেয়ে বড় কথা, জরুরি অবস্থায় জেল খাটার জন্য যারা পেনশন দিচ্ছে, তারাই এখন অঘোষিত জরুরি অবস্থা জারি করে রেখেছে। কেউ কোনও আন্দোলন করতে পারছেন না, এমনকী সরকারের বিরুদ্ধে লেখালেখি করলেও তলব করা হয়। তাই এই সরকারের কাছ থেকে পেনশন না নেওয়ারই সিদ্ধান্ত আমাদের।”