India & World UpdatesHappeningsBreaking News
লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সন্দীপ দত্ত প্রয়াত
ওয়েটুবরাক, ১৬ মার্চ : চলে গেলেন সাহিত্যিক, গ্রন্থাগারিক তথা লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সন্দীপ দত্ত। বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই মধুমেহর সমস্যায় ভুগছিলেন। মাস দুয়েক আগে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। বেশ কয়েক দিন ধরেই তাঁর ডায়ালিসিস চলছিল। গ্যাংগ্রিন হওয়ার কারণে একটি পা বাদ দিতে হয়েছিল।
মির্জাপুরের সিটি স্কুলের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন সন্দীপ। তবে বাংলা সাহিত্য তাঁকে মনে রাখবে লিটল ম্যাগাজিন আন্দোলনের জন্য। সাধারণ গ্রন্থাগারের লিটল ম্যাগাজিনের প্রতি অশ্রদ্ধা দেখে ১৯৭৮ সালে সন্দীপ নিজের বা়ড়িতেই তৈরি করেছিলেন গ্রন্থাগার। নাম দিয়েছিলেন ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার’।
বাংলা সাহিত্য নিয়ে যাঁরা নীরবে কাজ করেন, তাঁদের কাছে সন্দীপ এক পরিচিত নাম। পাঁচ দশক ধরে প্রায় প্রতিটি বইমেলায় লিটল ম্যাগাজিনের প্যাভেলিয়নে দেখা যেত তাঁকে। তাঁর গ্রন্থাগারে সেকালের ‘সবুজ পত্র’ থেকে ‘কৃত্তিবাস’ বা আজকের প্রায় সব রকমের লিটল ম্যাগাজিনই স্থান পেয়েছিল। এমন অনেক দুষ্প্রাপ্য সংগ্রহ তাঁর কাছে ছিল, যা একেবারে অকল্পনীয়। সন্দীপ নিজেও একাধিক গল্প, প্রবন্ধ এবং কবিতা সংকলনের স্রষ্টা। করে গিয়েছেন গুরুত্বপূর্ণ সাহিত্যের পুনঃপ্রকাশনার কাজও।
লিটল ম্যাগাজিনের টানে এবং এখানকার সাহিত্য সংগঠকদের আমন্ত্রণে বরাক উপত্যকায় বেশ কয়েকবার তিনি এসেছেন, লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা করেছেন৷ তাঁর প্রয়াণে বরাক উপত্যকার কবি, সাহিত্যিক, সংগঠকরাও শোকস্তব্ধ৷