Barak UpdatesHappenings
লায়ন্স ক্লাব লক্ষীপুর ও ব্লাড ডোনার্সের রক্তদান শিবির ফুলেরতলে
ওয়ে টু বরাক, ১৪ জুলাই : লায়ন ক্লাব অব লক্ষীপুর এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর ইউনিটের যৌথ ব্যবস্থাপনায় ফুলেরতলের পাল মেনশনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। ১৪ জুলাই রবিবার অনুষ্ঠিত রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল নোবেল কেয়ার হসপিটাল ফুলেরতল এবং লিও ক্লাব অব লক্ষীপুর। সাথে ছিল কাছাড় ক্যান্সার হসপিটাল এবং রিসার্চ সেন্টার ব্লাড ব্যাংক। শিবিরে লায়ন্স-লিও, ফোরামের সদস্যদের পাশাপাশি কাছাড় ক্যান্সার হাসপাতালের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সহ-সম্পাদক দেবালয় ভাওয়াল, সহ-সভাপতি কল্যাণ চক্রবর্তী, শিল্পজিত পাল, লায়ন্স ক্লাব লক্ষীপুরের সভাপতি লায়ন অসীম পাল, ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর শাখার সভাপতি রাজ পাল, শর্মিষ্ঠা মালাকার সহ ক্লাবের সদস্য সদস্যারা।
শিবিরে মোট ৩৬ ইউনিট রক্ত জোগাড় হয়। যেখানে প্রথমবারের মতন অনেক রক্তদাতা অংশগ্রহণ করেন। এছাড়া হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় বেশকয়েক জন রক্তদান করতে পারেননি। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
লক্ষীপুরের বিভিন্ন অঞ্চল থেকে রক্তদাতারা এই স্বেচ্ছা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সবাই আশাবাদী, আগামী দিনে লক্ষীপুর অঞ্চলে এই রক্তদাতার মাত্রা আরও বেড়ে যাবে এবং বরাকের এই রক্তের অভাব পূরণ করতে পারবে।