Barak UpdatesHappeningsBreaking News
লাইব্রেরি সায়েন্স নিয়ে আলোচনা সভা রাধামাধব কলেজে, উইমেন্স কলেজের সঙ্গে মউ
ওয়েটুবরাক, ১১ জুনঃ নতুন শিক্ষা নীতির অধীনে কলেজ লেভেলে এবার থেকে অন্তর্ভুক্ত হয়েছে লাইব্রেরি সায়েন্স । আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজেও এবার থেকে এই পাঠ্যক্রম চালু হয়েছে। শনিবার রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে কলেজ প্রেক্ষাগৃহে লাইব্রেরি সায়েন্সের উপর আয়োজিত এক আলোচনাচক্রে অংশগ্রহণ করে এই কথা ঘোষণা করেন রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী।
তিনি জানান, রাধামাধব কলেজ ও উইমেন্স কলেজের মধ্যে এক মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এতে দুই কলেজের মধ্যে পারস্পরিক শিক্ষাদান চালানোর কথা উল্লেখ করা হয়েছে। রাধামাধব কলেজের শিক্ষক উইমেন্স কলেজে গিয়ে শিক্ষাদান করবে অনুরূপ ভাবে উইমেন্স কলেজের শিক্ষক রাধামাধব কলেজে এসে শিক্ষাদান করবেন। ঠিক তদ্রূপ রাধামাধব কলেজের ছাত্র উইমেন্স কলেজে এবং উইমেন্স কলেজের ছাত্র রাধামাধব কলেজে গিয়ে পড়াশোনা করতে পারবে বলে জানান ডঃ সোনালি চৌধুরী । তিনি জানান, চুক্তি স্বাক্ষরের পর প্রথম বারের মতো এদিন উইমেন্স কলেজের দুই জন অধ্যাপিকা তাদের ছাত্রদের নিয়ে রাধামাধব কলেজে এসেছিলেন। লাইব্রেরি সায়েন্স বিষয়টি কী, কীভাবে পড়ানো হবে, কতটি ক্লাস থাকবে, কতটি সেমিস্টারে পড়ানো হবে এবং কী কী পেপার থাকবে, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিন শুরুতে স্বাগত ভাষণ দেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ অসীমা রায় । তিনি বলেন, লাইব্রেরি সায়েন্স বিষয়টি যেহেতু আমাদের কাছে একবারে নতুন তাই আমরা কেউই লাইব্রেরি সায়েন্স সম্পর্কে বেশি জানি না। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরীর কাছ থেকে সবাই ধীরে ধীরে এব্যাপারে জানতে পারবে । এদিনের সভা সঞ্চালনা করেন রাধামাধব কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ স্বর্ণালি রায় চৌধুরী ।
উল্লেখ্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা নবনিতা দেবনাথ, শিলচর উইমেন্স কলেজ থেকে আগত দুই জন অধ্যাপিকা যথাক্রমে শিক্ষা বিভাগের নয়নতারা দাস ও ইংরেজি বিভাগের মিতালী রায় ।