Barak UpdatesHappeningsBreaking News
লক্ষীপুর শ্মশানঘাটে বিশ্রামাগার নির্মাণ করে দিলেন দেবোত্তম রায়
ওয়ে টু বরাক, ২৫ এপ্রিল : সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল নিদর্শন তুলে ধরলেন লক্ষীপুর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং নবগঠিত বৈশ্য সাহা সম্প্রদায় উন্নয়ন পরিষদ কাছাড়ের উপ-সভাপতি দেবোত্তম রায় ওরফে চন্দন। নিজের ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে লক্ষীপুর শ্মশানঘাটে উন্নত মানের একটি বিশ্রামাগার নির্মাণ করার বিশেষ উদ্যোগ নেন দেবোত্তম। লক্ষীপুর শ্মশানঘাটের বর্তমান চিত্র সেকথাই ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, বাবা প্রয়াত গোপাল চন্দ্র রায় ও মা প্রয়াত কিরণপ্রভা রায় এবং ছোটভাই প্রয়াত অনুপম রায়ের স্মৃতির উদ্দেশ্যে “গোপাল-কিরণ বিশ্রামালয়” নামাকরণ করে একটি অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণ করেন তিনি। দেবোত্তম জানান, এধরনের পূণ্য কাজে নিজের সাধ্যমতো কিছু একটা করতে পেরে সত্যিকার অর্থে নিজেকে ধন্য মনে করছেন।
এদিকে সমাজের বৃহৎ স্বার্থে শ্মশানঘাটের মতো পূণ্য স্থানে নিজ খরচায় বিশ্রামগার তৈরি করে দেওয়ায় দেবোত্তম রায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বৈশ্য সাহা সম্প্রদায় উন্নয়ন পরিষদ কাছাড়ের সভাপতি শৈলেন রায়। তিনি বলেন, আমাদের সংগঠন সমাজের বৃহত্তর স্বার্থে সর্বদা জনগণের পাশে থাকবে।