Barak UpdatesHappeningsBreaking News

লক্ষীপুরে আইইডি উদ্ধার, ৩ ঘণ্টায় নিষ্ক্রিয় করল পুলিশ, চাঞ্চল্য

ওয়েটুবরাক, ২৪ নভেম্বর : আসাম-মণিপুর সীমান্ত সংলগ্ন জুজাং পাহাড় এলাকায় আইইডি  উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোয়াড তিন ঘণ্টার অভিযানে একে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়৷  কারা এই বিস্ফোরণের চক্রান্ত করেছিল, এর পেছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ৷

মঙ্গলবার রাতে গোয়েন্দা সূত্রে পুলিশ বোমা রাখার খবর পায়৷ শিলচর থেকে অফিসাররা ছুটে যান৷ পরীক্ষানিরীক্ষা করে তারা নিশ্চিত হন, এটি আইইডি বোমা৷ এর পরই ডেকে পাঠানো হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে৷ পুলিশ জানিয়েছে, আইইডি বিস্ফোরণ ঘটলে  ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল৷ বিশেষ করে, ৩৭ নং জাতীয় সড়কে সারাক্ষণই গাড়ির চলাচল রয়েছে৷ ফলে কালভার্টের নীচে বিস্ফোরিত হলে প্রাণহানি ঘটত৷ এটি নিষ্ক্রিয় করতে পারায় পুলিশ স্বস্তির নিশ্বাস ফেলে৷ এলাকাবাসীও মনে করছেন, বড় অঘটন থেকে রেহাই মিলল৷

পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, চার কিলোগ্রাম ওজনের  আইইডিতে টিএনটি, জিলেটিন ও তিনটি ডিটোনেটর ছিল৷ নিষ্ক্রিয় করার পর সমস্ত সামগ্রী পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker