Barak UpdatesHappeningsCulture

লকডাউনে বাদ্যশিল্পীরা সঙ্কটে, প্রশাসনের দ্বারস্থ

২৮ মেঃ একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে লকডাউনের নিষেধাজ্ঞা৷  কেউ কোনও অনুষ্ঠানের আয়োজন করছেন না৷  না বিয়ে-অন্নপ্রাশন, না পুজো-পার্বন৷ তাতে বিপাকে পড়েছেন বাদ্যশিল্পীরা৷ দুবেলা দুমুঠো খাবার জোগানোই অনেকের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷  তাই বরাক উপত্যকা বাদ্যশিল্পী সংস্থা বুধবার শিলচরে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন৷ কথা বলেন জেলা উন্নয়ন কমিশনার তথা দুর্যোগ মোকাবিলা বিভাগের জেলা সিইও জেআর লালসিমের সঙ্গে৷

তিনি অবশ্য তাঁদের বলেন, বাদ্যশিল্পীদের কথা সরকার বিবেচনা করছে৷ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তা ঘোষণাও করেছেন৷ কিন্তু এ সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও জেলা প্রশাসনের কাছে পৌছয়নি৷  নির্দেশিকা পেলে তারা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বলবেন বলে তিনি আশ্বস্ত করেন৷  বলেন, সরকার অর্থ মঞ্জুর করলে বাদ্যশিল্পীদের সবাইকেই তালিকাভুক্ত করা হবে৷

তাদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংস্থার সভাপতি শুক্কুর আলি মজুমদার৷ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বাদ্যশিল্পীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায়৷ জেলা সমিতির সহসম্পাদক শৈবাল গুপ্ত বাদ্যশিল্পীদের সঙ্গে সারাক্ষণ উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker