Barak UpdatesHappeningsBreaking News

রোহন ঝা বদলি, কাছাড়ে নতুন জেলাশাসক মৃদুল যাদব, করিমগঞ্জে প্রদীপ দ্বিবেদী

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : জেলাশাসক পর্যায়ে বড়সড় রদবদল ঘটানো হয়েছে৷ কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝাকে বরপেটায় একই পদে বদলি করা হয়েছে৷ করিমগঞ্জ থেকে বদলি হয়ে কাছাড়ের জেলাশাসক পদে আসছেন মৃদুল যাদব৷ এই আইএএস অফিসারের প্রবেশন পর্ব শিলচরেই কাটে৷ ছিলেন নির্বাচন শাখার দায়িত্বে৷ করিমগঞ্জে তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন প‍্রদীপকুমার দ্বিবেদী৷

কাছাড়ের প্রাক্তন জেলাশাসক কীর্তি জল্লি এতদিন কামরূপ গ্রামীণ জেলার জেলাশাসক ছিলেন৷ এখন তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সঙ্গে তিনি স্বচ্ছ ভারত মিশনের ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন৷ তাঁর জায়গায় কামরূপ আরবানের নতুন জেলাশাসক হবেন দেবকুমার মিশ্র৷ তিনি এতদিন শোণিতপুরের জেলাশাসক ছিলেন৷ শোণিতপুরের জেলাশাসক পদে যাচ্ছেন ধেমাজির অঙ্কুর ভরালী৷ ধেমাজিতে জেলাশাসক পদে দায়িত্ব নেবেন জবির রাহুল সুরেশ৷ তাঁর শূন্যস্থানে উদালগুড়ির জেলাশাসক পদে বদলি করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দফতরের যুগ্ম সচিব পুলক পাটগিরিকে৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যুগ্ম সচিব মসন্দা মাগদেলিন পার্টিনকে কোকরাঝাড়ের জেলাশাসক পদে বদলি করা হয়েছে৷

বরপেটার বর্তমান জেলাশাসক আয়ূষ গর্গকে শিবসাগরের জেলাশাসক করা হয়েছে৷ শিবসাগরের জেলাশাসক আদিত্য বিক্রম যাদবকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যুগ্ম সচিব করা হয়েছে৷

গোলাঘাটের জেলাশাসক পি উদয় প্রবীণকে শিল্প-বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে৷ গোলাঘাটে যাচ্ছেন যোরহাটের জেলাশাসক পুলক মহন্ত৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কমিশনার জয় শিবাণীকে যোরহাটের জেলাশাসক করা হয়েছে৷

বিশ্বনাথের জেলাশাসক নেহা যাদবকে চরাইদেও জেলায় একই পদে বদলি করা হয়েছে৷ দরঙ থেকে বিশ্বনাথের জেলাশাসক পদে যাচ্ছেন মুনীন্দ্র নাথ গাতে৷ পরাগকুমার কাকতি গোলাঘাট জেলা পরিষদের চিফ এগজিকিউটিভ অফিসারের দায়িত্ব পালনের পর এখন দরঙের জেলাশাসক হলেন৷

হোজাইয়ের জেলাশাসক লাচিতকুমার দাস লখিমপুরে একই পদে বদলি হলেন৷ ধুবড়ির জেলা উন্নয়ন কমিশনার পল্লব মজুমদারকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে৷

অন্যদিকে, তামুলপুরের নতুন জেলাশাসক হচ্ছেন পঙ্কজ চক্রবর্তী৷ তিনি এতদিন আদিবাসী জনজাতি বিশ্বাস দফতরের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker