NE UpdatesHappeningsBreaking News
রেলে পণ্য পরিবহনে গুরুত্ব, শ্রীবার-পাঁচগ্রাম থেকে স্টোনচিপস যাচ্ছে জিরানিয়ায়
7 সেপ্টেম্বরঃ করোনা আবহে একদিকে যাত্রীট্রেনের চলাচল প্রায় বন্ধ, অন্যদিকে দেশের আর্থিক অবস্থাও অনেকটাই সঙ্কটে। তাই রেল পণ্য পরিবহনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পিছিয়ে নেই উত্তরপূর্ব সীমান্ত রেল বা এই অঞ্চলের রেল পরিষেবাও। অন্যান্য রুটের সঙ্গে সক্রিয় রয়েছে শ্রীবার-জিরানিয়া, পাঁচগ্রাম-জিরানিয়া। শ্রীবার ও পাঁচগ্রাম থেকে স্টোনচিপস যাচ্ছে ত্রিপুরার জিরানিয়ায়। আবার আলিপুরদুয়ার ও জোরাই থেকে স্টোনচিপস পৌছানো হচ্ছে জিরিবাম, কুমারঘাটে। এ ছাড়া, পেপসি যায় আজারা থেকে অরুণাচল প্রদেশে, গুয়াহাটি ও চাংসারি থেকে আগরতলায় পিভিসি পাইপ পরিবহন হচ্ছে।দ্রুত পরিষেবার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেল 15টি পণ্য-শেডকে লোডিং-আনলোডিংয়ের জন্য প্রস্তুত করেছে।