NE UpdatesHappeningsBreaking News
রেমালের তাণ্ডব : মিজোরামের পাথর খাদানে ধস নেমে মৃত ১৩
আইজল, ২৮ মে ঃ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত মিজোরামও। সে রাজ্যের একটি পাথর খাদানে ধস নেমে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। প্রচণ্ড বৃষ্টি ও দুর্যোগের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। আইজলের মেলথাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ আইজল জেলার দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা দূরে মেলথাম ও লিমেনের মধ্যে একটি পাথরখনিতে ধস নামে। ধসের কবলে পড়ে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে চাপা পড়েন মোট ২৪ জন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যায়। ধসে চাপা পড়া একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, খবর পাওয়ার পরই জোরকদমে উদ্ধার কাজ শুরু হয়। তবে টানা বৃষ্টির জন্য কাজ আটকে পড়ে। অন্যদিকে, রেমাল তাণ্ডব থেকে রক্ষা পেতে মিজোরামের শিক্ষা প্রতিষ্ঠান আগেই বন্ধের কথা ঘোষণা করা হয়। সরকারি কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।