NE UpdatesHappeningsBreaking News
রেকর্ড ! ১৫ দিনেই সাড়ে ১৩ হাজার পর্যটক কাজিরঙায়
গুয়াহাটি, ১৮ অক্টোবর : কাজিরঙা জাতীয় উদ্যানে এ বার রেকর্ড সংখ্যক পর্যটকদের ভিড় দেখা গিয়েছে। উদ্যান খোলার মাত্র দুই সপ্তাহের মধ্যে দেশ-বিদেশের পর্যটকরা উপস্থিত হয়ে প্রাণোচ্ছ্বল করে তুলেছেন কাজিরঙাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্যান খোলার মাত্র ১৫ দিনে ১৩,৫০০ জন পর্যটক এখানে এসেছেন। এদের কাছ থেকে কাজিরঙা বন বিভাগ ২৯ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ করেছেন।
কাজিরঙার বন সংমন্ডল আধিকারিক অরুণ ভিগনেস জানিয়েছেন, চলতি বছরে বন্যার পর কাজিরঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প এলাকায় পর্যটকদের ভ্রমণ করা স্থানের একাংশ পথ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার জন্য গত ১ অক্টোবর কাজিরঙা উদ্যানের কিছু অংশ আংশিকভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কেবল জিপ সাফারি শুরু করা পর্যটন বর্ষে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে হাতি সাফারিও শুরু হবে।
কাজিরঙা উদ্যান আংশিকভাবে চালু হলেও যথেষ্ট সংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে এসেছেন। বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটন বর্ষ শুরু হওয়ার মাত্র ১৫ দিনেই ১৩,৫০০ জন দেশি পর্যটক এবং ১৪৪ জন বিদেশি পর্যটক জাতীয় উদ্যানে সাফারি করেছেন।
বন বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কাজিরঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলে সাম্প্রতিক পর্যটন বর্ষে আগের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙার নয়নাভিরাম দৃশ্য, অতুলনীয় জৈব বৈচিত্র্য দেখার জন্য চলতি বছরে এখানে আসা পর্যটকের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।