NE UpdatesIndia & World UpdatesHappeningsBusinessBreaking News
রেকর্ড ! গুয়াহাটি নিলাম কেন্দ্রে এক কেজি চা বিকোল ৯৯,৯৯৯ টাকায়
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর: নয়া নজির৷ অসমের ডিব্রুগড় জেলার মনোহারি চা বাগানে উৎপাদিত বিশেষ অর্থডক্স চা কেজিপ্রতি ৯৯,৯৯৯ টাকা দরে বিক্রি হল। মঙ্গলবারের নিলামের আগেও সর্বোচ্চ দামের রেকর্ড ছিল মনোহারি গোল্ড চায়েরই৷ তবে তখন বিক্রি হয় কেজিতে ৭৫ হাজার টাকা। মনোহারি বাগানোর তরফে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে টানা চার বছর ধরেই গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে তাঁদের মনোহারি গোল্ড চা রেকর্ড দরে বিক্রি হচ্ছে।
এ বছর ৯৯,৯৯৯ টাকা দরে মাত্র এক কেজি চা-ই বিক্রি করা হয়েছে ৷ নজির গড়া দামে এই চা কিনেছে সৌরভ টি ট্রেডার্স। মনোহারি কর্তৃপক্ষের কথায়, “আশা করছি, অসমের বাগানের চায়ের এত বেশি দর ওঠায় সামগ্রিকভাবে রাজ্যের চা শিল্প উৎসাহ পাবে।” মনোহারি গোষ্ঠীর তিনটি বাগান মিলিয়ে বছরে প্রায় ২৫ লক্ষ কেজি চা তৈরি হয়। কিন্তু তার মধ্যে মাত্র পাঁচ কেজি হ্যান্ডমেড অর্থডক্স চা থাকে।