India & World UpdatesHappeningsBreaking News

রাহুলের সমঝদারি কম, অধ্যয়ন সীমিত : বিজেপি সভাপতি

৩০ মে: লকডাউন ব্যর্থ হয়েছে, এমনই অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর৷ শনিবার এই অভিযোগের চাঁছাছোলা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা৷ তিনি খোলামেলা বলেন, রাহুল গান্ধীর এ সব ব্যাপারে সমঝদারি কম৷ তাই তিনি এমন কথা বলতে পারেন৷ কী বলছেন, কী বলবেন, নিজেই সংশয়ে৷ নাড্ডার কথায়, তাঁর অধ্যয়ন সীমিত, জ্ঞান সীমিত৷ সে জন্য ভাল জানতে-বুঝতে পারেন না৷ বিজেপি সভাপতির দাবি, গোটা বিশ্ববাসী করোনা মোকাবিলায় মোদি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ৷ একমাত্র রাহুল গান্ধীই এ নিয়ে একেক সময় একেক কথা বলে বেড়াচ্ছেন৷ কখনও বলেন, লকডাউন এত দ্রুত শুরু হল কেন? কখনও আবার প্রশ্ন করেন, এত দেরিতে কেন শুরু হল? লকডাউন কেন, একে তুলে নেওয়া হোক, এমন মন্তব্যও শোনা যায় তাঁর মুখে৷

দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার জেপি নাড্ডা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি শোনান, সারা বিশ্ব করোনা প্রতিরোধী লড়াইয়ে ভারতের প্রশংসা করছে৷ মোদির জনসহযোগ নীতির জন্যই এটা সম্ভব হয়েছে৷

বহু মহাশক্তিশালী দেশ এই করোনা যুদ্ধে অসহায় হয়ে পড়েছে, এ কথার উল্লেখ করে বিজেপি সভাপতি নাড্ডা মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ তিনি বলেন, লকডাউনের সিদ্ধান্ত ঠিক সময়ে নেওয়া হয়েছিল বলেই ভারত লড়াই করে চলেছে৷ শুরুতে ভারতের টেস্টিং ক্ষমতা ছিল মাত্র ১০ হাজার৷ এই সময়ে তা বেড়ে ১ লক্ষ ৬০ হাজার৷ ভারতে এখন প্রতিদিন সাড়ে ৪ লক্ষ পিপিই কিট তৈরি হচ্ছে৷ ৬০ হাজার ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে৷ এর মধ্যে ৫৮ হাজারই দেশে তৈরি৷ এ জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবিলায় ভারতকে নেতৃত্ব দিতে বলছে, গর্বভরে দাবি করেন বিজেপি সভাপতি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker