Barak UpdatesHappeningsBreaking News
রাস্তার পাশে ঠাণ্ডায় কষ্ট পাওয়া ব্যক্তির পাশে ভাস্কর-জয়দীপরা
ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : শিলচরে রাস্তার পাশে ঠাণ্ডার মধ্যে পড়ে থাকা এক ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহরের কয়েকজন উদ্যমী যুবক। তাকে সাময়িক থাকার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি খাবারও দিলেন তাঁরা। সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানে একটি ঘরে ওই অসহায় ব্যক্তির জন্য শোবারও সুবিধা করে দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সুবীর ধর প্রমুখ।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভাস্কর দাস জানান, গত ৩-৪ দিন থেকে সিভিল হাসপাতালের ঠিক সামনে এক ব্যক্তি প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে গায়ে দুটো চাদর জড়িয়ে খুব কষ্টে কাটাচ্ছিলেন। আসা-যাওয়ার পথে অনেকে বিষয়টি লক্ষ্য করলেও তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি। সামাজিক মাধ্যমে অসহায় ওই ব্যক্তির কথা জানতে পেরে আমরা কয়েকজন উদ্যোগী হয়ে সাময়িক একটা ব্যবস্থা করে দিয়েছি।
তিনি জানান, সিভিল হাসপাতাল থেকে একটি হুইল চেয়ার ম্যানেজ করে এবং তার কাপড়চোপড় পরিস্কার করে সিভিলের সেকেন্ড গেটের কাছে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য একটি বিছানার বন্দোবস্ত করে কিছু খাবারও দিয়ে এসেছেন।
ভাস্কর বলেন, আমরা প্রতিটি মানুষ আজকাল নিজেকে নিয়ে এতো ব্যস্ত হয়ে পড়েছি যে, আশপাশের কোনও অসহায় মানুষের কথা ভাবছি না।মানবিক দৃষ্টিকোণ থেকেও সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি না। তা মোটেই ঠিক নয়। একজন অসহায় ব্যক্তির প্রতি সহমর্মিতা দেখানো আমাদের প্রত্যেকের কর্তব্য। ওই ব্যক্তির কোনও আত্মীয় পরিজন থাকলে তাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।