Barak UpdatesHappenings

রাস্তায় নেমে রাস্তা ঠিক করতে বাধ্য করলেন শিলচরের জনতা

ওয়েটুবরাক, ২৬ জুন : শিলচরের রাস্তায় চলাচল করা অসম্ভবের পর্যায়ে চলে যাওয়ায় বুধবার পথে নামলেন শিলচরের জনতা৷ ইয়াসির উদ্যোগ ও আহ্বানে ঝাঁপিয়ে পড়ে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্স সহ বহু সংগঠন৷ ছিলেন সীমান্ত ভট্টাচার্য, অজয় রায়দের মতো বরিষ্ঠজনেরা৷ ক্যাপিটেল পয়েন্টের সামনে তাঁরা তিনদিকের সড়কেই অবরোধ গড়ে তোলেন৷ তাদের এই আন্দোলনকে তীব্রতর করে তোলেন ই-রিকশার মালিক ও চালকরা৷ এই জোটবদ্ধ প্রয়াসের মধ্যেই এসইউসিআইর শাখা সংগঠনগুলি শহরে রাস্তা নির্মাণের দাবিতে শহরে মিছিল বের করে৷

Rananuj

শুরুতে পুলিশ ভয় দেখিয়ে, লাঠি ঘুরিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু গণক্ষোভকে দমানো যায়নি৷ পরে জেলা প্রশাসন ও এনএইচআইডিসিএলের কর্তাদের অবরোধ স্থলে আসতে হয়৷ এনএইচইইডিসিএল আধিকারিক জানান, মাস দেড়েকের মধ্যে এই রাস্তার নির্মাণকাজ শুরু হবে৷ তবে এর আগে চলার মতো করে দেওয়া হবে৷

আন্দোলনকারীরা আজকের মধ্যে ওই কাজ শুরুর দাবি জানালে তিনি নিজেই বলেন, আজ নয়, এখনই৷ এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করিয়ে দেন৷

আজকের আন্দোলনে নেতৃত্ব দেন হরিদাস দত্ত, হায়দর হোসেন, সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদি প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker