Barak UpdatesBreaking News
রামানুজে ঋষি অরবিন্দের চিন্তাধারা ছড়াল সোসাইটি
৯ আগস্ট : শ্রীঅরবিন্দ সোসাইটির শিলচর শাখার উদ্যোগে রামানুজ বিদ্যামন্দিরে একটি অনুষ্ঠান হয় শুক্রবার। চেতনা বিকাশে ঋষি অরবিন্দের চিন্তাধারা, যোগ, দর্শন ইত্যাদি নিয়ে আলোচনা করেন বক্তারা। শ্রীঅরবিন্দের জীবন ও আদর্শ অনুসরণ করে পড়ুয়ারা যাতে আগামী দিনে এগিয়ে যায়, এই প্রত্যাশা রাখেন সবাই। সোসাইটির পক্ষে চেয়ারপার্সন মহামায়া দেব, সম্পাদক মানস ভট্টাচার্য, সমাজকর্মী রিক্তা কর, শাশ্বতী ভট্টাচার্য প্রমুখ অনুভূতি প্রকাশ করেন। স্বাগত ভাষণ রাখেন বিদ্যমন্দিরে অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস। শেষপর্বে ছিল কুইজ প্রতিযোগিতা। এতে উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে পড়ুয়ারা।
প্রসঙ্গত, এমন শিক্ষার্থী জ্ঞান দীপ্তকরণ অনুষ্ঠান প্রায়ই স্কুল-কলেজে আয়োজন করে থাকে সোসাইটি। সবার সহযোগিতায় সফল রূপ পায় কর্মসূচি। এবারে শ্রী অরবিন্দের ১৪৮তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা হিসেবে বিদ্যমন্দিরে হল এমন প্রয়াস।