India & World UpdatesHappeningsBreaking News
রামমন্দিরের ইতিহাস থাকবে দুই হাজার ফুট নীচে তামার পাত্রে
27 জুলাইঃ ভবিষ্যতে যাতে রামমন্দির নিয়ে আর বিতর্ক দানা না বাঁধে, সে জন্য এ বার মন্দিরের নির্মাণস্থলে রাম জন্মভূমির ইতিহাস এবং সেই সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখা হবে। আগামী ৫ অগস্ট রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এ নিয়েই এখন তোড়জোড়। এরই মধ্যে এই কথা জানিয়েছেন রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল। তাঁর কথায়, তাতে ভবিষ্যতে মন্দির নিয়ে কোনও বিবাদ দেখা দেবে না। দিলেও এর ইতিহাস অধ্যয়ন করে সমাধানে পৌঁছাতে সমস্যা হবে না।
তিনি বলেন, ‘রামজন্মভূমি নিয়ে দীর্ঘ সংগ্রাম এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই যথেষ্ট শিক্ষা দিয়েছে। তাই রামমন্দিরের নির্মাণস্থলে, মাটির ২০০০ ফুট নীচে একটি টাইম ক্যাপসুল রেখে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে যদি কেউ মন্দিরের ইতিহাস অধ্যয়ন করতে চান, তখন তিনি যেন রামজন্মভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি হাতে পান এবং তা নিয়ে নতুন কোনও বিতর্ক মাথাচাড়া না দেয়।’’ মাটির নীচে একটি তামার পাত্রে ওই যাবতীয় তথ্যাদি রাখা থাকবে বলে জানান তিনি।
কামেশ্বর চৌপাল বলেন, ‘‘দেশের যেখানে যেখানে ভগবান রাম পা রেখেছিলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা সেই সমস্ত তীর্থক্ষেত্র থেকে মাটি এবং সেখানকার পবিত্র নদীর জল পাঠাতে শুরু করেছেন। তা দিয়েই ভূমিপুজো সারা হবে।’’ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সঙ্ঘপ্রধান মোহন ভাগবত সেখানে উপস্থিত থাকবেন।