Barak UpdatesHappeningsCultureBreaking News
রামকৃষ্ণনগরে বরাক বঙ্গের বিশ্ব কবিতা দিবস পালন
ওয়েটুবরাক, ২৫ মার্চ : গত ২১ মার্চ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব কবিতা দিবস উদযাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আঞ্চলিক সমিতির সভাপতি ড. কৃষ্ণরঞ্জন পাল। ড. পালই সেদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ আলোচক হিসেবে উপস্থিত থাকেন রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড. মালা শর্মা, রামকৃষ্ণ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মন্দিরা দেবরায়, কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী ,বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কার্যকরী সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত কবি এবং মুখ্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পুষ্পিতা মহন্ত। আসামের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালের অসমিয়া ভাষায় সংগীত পরিবেশন করেন শিল্পী সৌরভ ঘোষ।
উক্ত দিবসের তাৎপর্য উল্লেখ সহ স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী।এরপর বিভিন্ন কবিদের দ্বারা স্বরচিত কবিতা পাঠ করা হয়। কবিতা পাঠ করেন জবরুল হক, ছন্দবীণা পাল, তাপস পাল, তন্ময় পাল, সরজিত দেব, ছবি পাল, অরুণ চৌধুরী, কল্লোল চৌধুরী, অন্তরিপ চৌধুরী, বিশ্বজ্যোতি ভট্টাচার্য, পৌলমি নাথ, বিশ্বতোষ সেন, অর্জুন নাথ প্রমুখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা পাঠ করেন সূর্যাংশু নাথ। ভাবগম্ভীর পরিবেশে কবিতার আত্মকথা নিয়ে আলোচনা করেন মুখ্য আলোচক ড.মালা শর্মা এবং মন্দিরা দেবরায়। ড. কৃষ্ণ রঞ্জন পালের রচিত একটি কবিতা পাঠ করেন বাচিক শিল্পী বিশ্বতোষ সেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।