Barak UpdatesHappeningsSports
রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া উৎসবের সমাপ্তি

ওয়ে টু বরাক, ৩১ জানুয়ারি : শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাব ময়দানে শুক্রবার রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের অন্তিম দিন ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফুটবল ও কাবাডি দিয়ে সমাপ্ত হলো পাঁচ দিবসীয় ক্রীড়া উৎসব। এ দিন মাঠে মেয়েদের ফুটবল খেলায় আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল রাধামাধব কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তথা ২০২৪ সালের সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে সাড়া জাগানো তারকা ফুটবলার সীমা বাগদি। আরএমসি টিম এ দলের হয়ে এ দিন দুর্দান্ত দুটি গোল করে সীমা।
ঊল্লেখ্য, এ দিন মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে দিয়া চৌধুরী নেতৃত্বাধীন আরএমসি এ দল এবং রানার্স হয়েছে জয়শ্রী দেবনাথ নেতৃত্বাধীন আরএমসি বি দল । এদিকে ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রোহন রায় নেতৃত্বাধীন আরএমসি চতুর্থ সেমিষ্টার দল। তারা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করেছে আরএমসি ষষ্ঠ সেমিষ্টার দলকে।
উল্লেখ্য এদিন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সফল করে তুলতে ও পড়ুয়াদের উৎসাহিত করতে দিনব্যাপী মাঠে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, রাধামাধব কলেজের অশিক্ষক কর্মচারী পিটার নোয়া রংমাই, সাজেদুল আলম লস্কর, কমলেশ দাশ, শিবেন্দ্র দাস প্রমুখ।