Barak UpdatesAnalyticsBreaking News
রাধামাধব কলেজের বাংলা সাম্মানিকে উজ্জ্বল দুই ছাত্রী
ওয়ে টু বরাক, ১৫ জুলাই : রাধামাধব কলেজ, শিলচর -এর বাংলা বিভাগের সুনাম উচ্চ শিখরে পৌঁছে দিল বাংলা স্নাতক সাম্মানিক স্তরে ২০২২ শিক্ষাবর্ষের দুই উজ্জ্বল ছাত্রী কল্পিতা দেব ও অনুরূপা দাস। ২০২২ সালের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত স্নাতক পরীক্ষায় বাংলা বিভাগের সাম্মানিক স্তরে কল্পিতা দেব ৯.৩৬ সিজিপিএ অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে। একইসঙ্গে অনুরূপা দাস ৯.০৮ সিজিপিএ অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়ে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে।
রাধামাধব কলেজের বাংলা বিভাগের এই দুই কৃৃতী ছাত্রীর সাফল্যে বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, কলেজের কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই দুই কৃতী ছাত্রীকে কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও বাংলা বিভাগ সহ কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা অভিনন্দন জানিয়েছেন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ড° রাহুল চক্রবর্তী ও অন্যান্য অধ্যাপক – অধ্যাপিকারা বিশেষভাবে উল্লেখ করেছেন, ছাত্রীদের গভীর অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে ।
বিভাগীয় প্রধান প্রসঙ্গক্রমে জানিয়েছেন, রাধামাধব কলেজের বাংলা বিভাগের এই সাফল্য অপ্রত্যাশিত নয়। কারণ ২০১১ সাল থেকে আজ অব্দি পাঁচজন কৃতী ছাত্রছাত্রী প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করে বিভাগের সুনাম উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এছাড়াও, অনেক ছাত্র-ছাত্রী স্নাতক বাংলা সাম্মানিক স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।
রাধামাধব কলেজের বাংলা বিভাগের ইতিহাসে স্বর্ণাক্ষরে যে সকল কৃতি ছাত্র-ছাত্রীদের নাম লেখা থাকবে তারা হলেন ২০১১ সালের শিক্ষাবর্ষে মণিদীপা গোস্বামী প্রথম বিভাগে প্রথম স্থান (স্বর্ণপদক), ২০১২ সালের শিক্ষাবর্ষে মিতালী বিশ্বাস প্রথম বিভাগে দ্বিতীয় স্থান, ২০১৫ সালে যুগ্মভাবে স্বর্ণপদকসহ প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে দীপান্বিতা দাস ও ভাস্করজ্যোতি দাস। ২০১৭ সালের শিক্ষাবর্ষে সোনালি চক্রবর্তী প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে, ২০১৮ সালে অভিকরঞ্জন দাস স্বর্ণপদক সহ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে।
পরবর্তী সময়ে কৃতী ছাত্র দীপান্বিতা ও অভিকরঞ্জন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়েও স্বর্ণপদক সহ প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে রাধামাধব কলেজের সুনাম বৃদ্ধিতে সহযোগিতা করে। আর এবার ২০২২ সালের শিক্ষাবর্ষে স্নাতক বাংলা সাম্মানিক স্তরে রাধামাধব কলেজের বাংলা বিভাগে নতুন পালক জুড়ে দিয়েছে দুই কৃতী কল্পিতা ও অনুরূপা।