NE UpdatesHappeningsBreaking News
রাত দুটোয় মুখ্যমন্ত্রী হিমন্তকে ফোন অভিনেতা শাহরুখ খানের
গুয়াহাটি, ২২ জানুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গতকাল জনতা ভবনে সাংবাদিক বৈঠকে শাহরুখ খান কে বলে প্রশ্ন উত্থাপন করেছিলেন। কিন্তু কাল রাত দুটো নাগাদ সেই শাহরুখ খানই মুখ্যমন্ত্রীকে ফোন করেন। মুখ্যমন্ত্রী শর্মা আজ নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, পাঠান ছবিটি মুক্তির আগে গুয়াহাটির নারেঙ্গিতে বজরং দল পোস্টার ছিড়ে প্রতিবাদ করার পর নিরাপত্তাজনিত বিষয়ে সাংবাদিকরা যখন মুখ্যমন্ত্রীকে জিগ্যেস করেন, তখন তিনি শাহরুখ খান কে বলে প্রশ্ন করেছিলেন। সঙ্গে তিনি অবশ্য বলেছিলেন, বিষয়টি থানায় জানালে পুলিশ বিহিত ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে অভিনেতা শাহরুখ খান তাঁকে কিছু জানাননি। এর প্রেক্ষিতেই হয়তো বলিউড বাদশা শাহরুখ খান মুখ্যমন্ত্রীকে রাত দুটোয় ফোন করেছিলেন।
মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানান, শাহরুখ খান তাঁকে ফোন করেন এবং তিনি রাত দুটোয় তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁর ছবি প্রদর্শন নিয়ে গুয়াহাটির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, আইন শৃঙ্খলা বজায় রাখাটা রাজ্য সরকারের কর্তব্য। আমরা জিজ্ঞাসাবাদ চালাব এবং এ ব্যাপারে নিশ্চিত করব যে, এমন কোনও ঘটনা যাতে না ঘটে। উল্লেখ্য শাহরুখ খানের সাম্প্রতিক ছবি পাঠান আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে। গুয়াহাটিতে বজরং দল এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল।