India & World UpdatesBreaking News

রাতে আর এটিএমে টাকা জমা নয়, নয়া নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের
ATMs not to be loaded with cash after 9 PM from February 2019

কোন অবস্থাতেই এখন আর রাতে এটিএম এ টাকা জমা করবে না ব্যাংক। এটিএম-এ টাকা জমা রাখার ক্ষেত্রে এই নতুন নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৯ এর ৮ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
এটিএম ও টাকা বহনকারী ভ্যানে দুষ্কৃতীদের একের পর এক হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক এই নতুন নির্দেশিকা নিয়ে এসেছে।

এখন আর শহরের কোনও এটিএম-এ রাত ন’টার পর টাকা জমা করা হবে না। তবে গ্রামাঞ্চলের ক্ষেত্রে সময়টা আরও এগিয়ে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সন্ধে ছটার পর গ্রামাঞ্চলের কোনও এটিএম-এ টাকা জমা করবে না ব্যাংক।

স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব বেসরকারি কোম্পানি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের ব্যাংক থেকে টাকা সংগ্রহ করতে হবে দিনের প্রথম ভাগে এবং এই টাকাগুলো সশস্ত্র নিরাপত্তা রক্ষী দিয়ে এটিএম গুলোতে পাঠাতে হবে। তবে নকশাল অধ্যুষিত এলাকায় এই প্রক্রিয়া বিকেল চারটার মধ্যেই শেষ করতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা আরও বলা হয়েছে, অর্থ বহন করে নিয়ে যাওয়ার সময় প্রতিটি ভ্যানে একজন ড্রাইভার, দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী, দুজন এটিএম অফিসার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকতে হবে। ভ্যানে নিরাপত্তারক্ষীর বসার স্থানও নির্দিষ্ট করে দিয়েছে মন্ত্রক। একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী বসবে গাড়ির সামনের সিটে অর্থাৎ ড্রাইভারের পাশে এবং অন্যজন পুরোপুরি তৈরি হয়ে ভ্যানের পেছনে।

ভ্যানটিকে কখনই অসুরক্ষিত অবস্থায় রাখা চলবে না, এমনকি লোডিং আনলোডিং বা টয়লেট, চা পান বা দুপুরের খাবারের ছুটির ক্ষেত্রেও অন্ততপক্ষে একজন নিরাপত্তারক্ষী সবসময় ভ্যানের পাশে থাকতে হবে। এটিএম অফিসার নিয়োগের ক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা রয়েছে। এতে বলা হয়েছে, একজন এটিএম অফিসারের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করতে হবে যেমন পুলিশ, আধার এবং ঠিকানা ভেরিফিকেশন করতে হবে। তার আগের চাকরির খোঁজ নিতে হবে, ধার দেনা বা ইন্সুরেন্স-এর তথ্য দেখতে হবে। এই পদের জন্য একজন এক্স সার্ভিসম্যানকেও নিয়োগ করা যেতে পারে। ক্যাশ ভ্যানের মধ্যে একটি ছোট সিসি টিভি সিস্টেম থাকতে হবে। এই সিস্টেমে ন্যূনতম পাঁচ দিন রেকর্ডিং করার সুবিধা থাকতে হবে। সিস্টেমে তিনটি ক্যামেরা বসাতে হবে। এর মধ্যে একটি সামনে, একটি পেছনে এবং একটি কেবিনের ভেতরে থাকবে। এছাড়া ভ্যানের মধ্যে একটি জিপিএস ট্র‍্যাকিং ডিভাইস, ফায়ার এক্সটিঙ্গুইসার ও ইমারজেন্সি লাইট থাকতে হবে, যাতে যে কোনও আক্রমণের মোকাবিলা করা যায়।

No ATM will be replenished with cash after 9pm in cities and 6pm in rural areas from 8 February 2019 as per a new directive issued by the Home Ministry. The deadline for putting money in the ATMs located in Naxal-hit areas is 4 pm. The Home Ministry order also directed that every cash van shall have one driver, two armed security guards, two ATM officers or custodians during transit.

The cash van shall be provided with a small CCTV system with at least five days recording facility and three cameras installed in front, rear and inside of the cabin. The van will also be fitted with a GPS tracking device, fire extinguishers and emergency lights to ensure quick reaction in case of an attack. It will also have a security alarm with GSM-based auto-dialer and a motorised siren. Each of the cash boxes shall be secured to the floor with separate chains and locks that can be opened only by using separate keys kept with different custodians.

No private security agency shall appoint anyone for the cash transportation unless the person has undergone thorough antecedent check like police, Aadhaar and residence verifications, previous employer check, credit history check and fidelity insurance.

The new directive has come in the wake of rising incidents of attacks on cash vans, cash vaults, ATM frauds. The private security agency will ensure that all cash handling, including counting, sorting, and bundling activities shall be carried out in secured premises in accordance with specific guidelines.

There are over 8,000 privately owned cash vans plying across the country, operated by non-bank private agencies, and they handle over Rs 15,000 crore daily on behalf of banks.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker