Barak UpdatesAnalyticsBreaking News
রাজ্যে ৪০ লক্ষের নাম নেই, ক্ষুব্ধ সিআরপিসিসি
এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকায় রাজ্যে ৪০ লক্ষের বেশি লোকের নাম বাদ পড়েছে। একে নজিরবিহীন বলে আখ্যায়িত করল নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি। নিন্দা ও ধিক্কার জানিয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের উগ্র-প্রাদেশিতাবাদী, চূড়ান্ত সাম্প্রদায়িক শক্তি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত চক্রান্তেই তা হয়েছে । প্রকৃত ভারতীয় নাগরিকদের অসংখ্য নাম যে খুশিমতো ছেঁটে ফেলা হয়েছে, তা প্রকাশিত তালিকায় স্পষ্ট ফুটে উঠেছে। এই তালিকায় ঠাঁই হয়নি বহু অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, শিক্ষক, কর্মচারীও। লিগ্যাসি ডাটা থাকা ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হলেও তাঁদের সন্তান-সন্ততিদের নাম উঠেছে । অন্যদিকে অনেক পরিবারের পিতা-মাতার নাম এলেও তাঁদের সন্তানদের নাম আসেনি। ওইসব কী করে হল কারও বোধগম্য হচ্ছে না। এ ছাড়াও রয়েছে অনেক ভুলত্রুটি। সমন্বয় কমিটির কথায়, রাজ্যের জনগণের ভবিষ্যত্কে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া চূড়ান্ত ফ্যাসিবাদী আক্রমণ ছাড়া কিছু নয় ।
এই পরিস্থিতির মোকাবিলায় জাতি-ধর্ম-ভাষা-বর্ণ নির্বিশেষে সবাইকে গণতান্ত্রিক আন্দোলনের পথে এগিয়ে আসার আহ্বান জানায় সিআরপিসিসি-এর কেন্দ্রীয় কমিটি । পাশাপাশি এন আর সি থেকে বাদ পড়া মানুষদের চূড়ান্ত তালিকায় সন্নিবিষ্ট করার জন্য যথেষ্ট সময় দেওয়ারও দাবি জানান তাঁরা।