NE UpdatesHappeningsBreaking News
রাজ্যের ১৯৬ স্কুলকে ক্যালকুলেটর বিতরণ শিক্ষামন্ত্রীর
গুয়াহাটি, ৭ ডিসেম্বর : রাজ্যের ১৯৬ মাধ্যমিক স্কুলকে ক্যাসিও ক্যালকুলেটর বিতরণ করল শিক্ষা বিভাগ। বুধবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা বিভাগ ক্যাসিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এই ক্যালকুলেটরগুলো বিতরণ করেছে। উল্লেখ্য, জ্ঞান কি রোশনি কার্যসূচির অধীনে মাধ্যমিকে ভাল ফল করা ১৯৬ স্কুলকে বৈজ্ঞানিক ক্যাসিও ক্যালকুলেটর দেওয়া হয়েছে।
এ দিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। এ দিন বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য বিদ্যালয়েও এ ধরনের ডিজিটাল সামগ্রী প্রদান করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশজুড়ে ২৬০টি আঞ্চলিক ভাষার টিভি চ্যানেল স্থাপন করা হবে। এর মধ্যে আসামে ৯টি আঞ্চলিক ভাষার ৯টি চ্যানেল হবে। তাছাড়া রাজ্যে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হবে বলেও তিনি এ দিন উল্লেখ করেন।
বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে প্রত্যেক শিক্ষককে প্রযুক্তিবিদ্যার জ্ঞান অর্জন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ডাঃ পেগু বলেন, উপযুক্ত কম্পিউটার জ্ঞান থাকা শিক্ষকের অভাবে বহু বিদ্যালয়ে কম্পিউটার প্যাকেটের মধ্যেই থাকে। সেইসঙ্গে শিক্ষিত বেকারদের আশার আলো দেখিয়ে তিনি বলেন, খুব শীঘ্রই রাজ্যে আরও ৩০ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ পাবে।