Barak UpdatesBreaking News
রাজ্যের সঙ্গে শিলচরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার শিলান্যাস বিধায়ক দিলীপের
৬ আগস্ট : প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে মঙ্গলবার রাজ্যজুড়ে ১ লক্ষেরও বেশি আবাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় এ দিন গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। গুয়াহাটির সরুসজাই ক্রীড়া ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে।
শিলচরেও এ দিন একাধিক আবাসগৃহের শিলান্যাস করেছেন স্থানীয় বিধায়ক দিলীপ কুমার পাল। এ দিন সকালে বিধায়ক প্রথমে তারাপুর জিপিতে সমরেশ কান্তি আচার্যের বাড়িতে প্রথম আবাসের শিলান্যাস করেন। বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী স্বপ্না পাল দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপলি কর্মকার, শিলচর ব্লক বিজেপি সভাপতি পুলক দাস, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নীরেন পাল, সঞ্জু নাথ প্রমুখ। ছিলেন জিপি সচিব উত্তম কুমার রায়, জিআরএস বিশ্বজিত চক্রবর্তী প্রমুখ। এ দিন প্রধানমন্ত্রী আবাস গৃহের উদ্বোধন করে বিধায়ক বলেন, এই ঘর তৈরিতে কেউ ১ টাকা দাবি করলেই যেন তাঁকে খবর দেওয়া হয়। তিনি এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতেও এ দিন বলে দিয়েছেন।
এ দিকে পরে বিধায়ক অম্বিকাপুর জিপিতে চন্দ্রবলি সিংহ, ভজন্তিপুর জিপিতে প্রমিলা সিনহা ও বাগাডহর-বরজুরাই জিপির বেথুকান্দিতে প্রনয় শীলের নামে থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।