NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যের সংখ্যালঘুদের এ বার সার্টিফিকেট দেবে আসাম সরকার
২৯ মে : রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে এ বার সংখ্যালঘুর প্রমাণপত্র দেবে আসাম সরকার। রবিবার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ দিন ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, আসামে বসবাসকারী সব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো হচ্ছে মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, বৌদ্ধ ও জৈন। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আসাম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের কাছে এ সংক্রান্ত আবেদন জমা দিতে পারবেন। মন্ত্রী কেশব মহন্ত বলেন, এই সংখ্যালঘু উন্নয়ন পর্ষদই সার্টিফিকেট দেওয়ার প্রস্তাব পেশ করেছে। ফলে পর্ষদই এ সংক্রান্ত পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।
তবে সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করতে হবে, তা স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী। তাছাড়া এই প্রক্রিয়ার জন্য অন্য কোনও নিয়মনীতি রয়েছে কি না, তাও স্পষ্ট নয়। এমনকি এই সার্টিফিকেট কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে বা অন্যান্য সুবিধার ব্যাপারে কার্যকর কি না, তাও পরিস্কার নয়।