Barak UpdatesHappeningsBreaking News
রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ সিআরপিসিসির
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম এর কেন্দ্রীয় কমিটির এক সভা গত রবিবার শিলচরের সিটিভিওএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।তাতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক তপোধীর ভট্টাচার্য৷ সভায় রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, অরুণাংশু ভট্টাচার্য, কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা। তাঁরা বলেন, রাজ্য সরকারের চূড়ান্ত বিভাজনবাদী মানসিকতা সম্প্রতি তাদের কাজকর্মে পরিলক্ষিত হচ্ছে। বসুন্ধরা প্রকল্প থেকে শুরু করে চাকরি প্রদান সহ প্রতিটি ক্ষেত্রে তথাকথিত ‘খিলঞ্জিয়া’র স্বার্থ রক্ষার কথা বলে রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা তাঁদের বক্তব্যে সরাসরি ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ করছেন। বরাক উপত্যকার জনগণের আর্থ- সামাজিক- রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চলছে একের পর এক আক্রমণ। প্রতিশ্রুতি দিয়েও বন্ধ কাগজ কল খোলা হয়নি৷ লজিস্টিক পার্ক নির্মাণ, জাতীয় জলপথ চালু ইত্যাদি মিথ্যা আশ্বাসে বরাক উপত্যকার জনগণকে ভুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় সুপারি ব্যবসা সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করে বরাক উপত্যকার কৃষি অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। উপার্জনহীন নাগরিকদের সরকারি সাহায্য পাওয়া সহ অন্যান্য অধিকার কেড়ে নিতে আধার কার্ড তৈরির ক্ষেত্রে ‘বায়োমেট্রিক্স’ তথ্য আটকে রেখে লক্ষ লক্ষ নাগরিকদের বঞ্চিত করা হচ্ছে।
বরাক উপত্যকার জনগণের ঐতিহাসিক ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত অধিকার কেড়ে নিতে উগ্র-প্রাদেশীকতাবাদী ও উগ্র-সাম্প্রদায়িক শক্তির মদতপুষ্ট রাজ্য সরকার একের পর এক চক্রান্ত করছে। সি আর পি সি সি, আসাম এর পক্ষ থেকে এই অবস্থা নিরসনে ভবিষ্যতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চন্দ্র নাথ, গোপাল পাল, আব্দুল হাই লস্কর, আলী রাজা ওসমানী, চাম্পা লাল দাস, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।