NE UpdatesHappenings
রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দিলেন সর্বানন্দ
২১ সেপ্টেম্বর : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা প্রায় পাকা।মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমের খালি থাকা রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিল করার জন্য হাতে আর মাত্র একটা দিন থাকা এবং বিরোধীরা এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা না করায় এ বিষয়টি স্পষ্ট যে, সর্বানন্দ সোনোয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, বিটিসি প্রধান প্রমোদ বড়ো সহ অন্য বিজেপি নেতারা। সোনোয়াল এ দিন রিটার্নিং অফিসার দুলাল পেগুর হাতে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করার পর সর্বানন্দ সোনোয়াল মাজুলির জনগণের আশীর্বাদ কামনা করে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, মাজুলি সম্পর্কে দল যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি বলেন, আজ আমি মনোনয়নপত্র দাখিল করেছি। আমি বিধায়ক না থাকলেও মাজুলি তথা অসমবাসীর জন্য সবসময় কাজ করে যাব।
উল্লেখ্য, বিশ্বজিৎ দৈমারি সাংসদ পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করার পর রাজ্যসভার আসনটি খালি হয়ে পড়েছিল। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে মাজুলি থেকে জয়ী হওয়ার পরও সোনোয়ালকে মোদি মন্ত্রিসভার কেবিনেট পর্যায়ে স্থান দেওয়া হয়। সেক্ষেত্রে তাঁকে সাংসদ নির্বাচিত হয়ে আসাটা প্রয়োজন। আসামের পাশাপাশি অন্য চারটি রাজ্যেও আগামী ৪ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন। আর ফলাফল ওইদিনই প্রকাশ করা হবে।