Barak UpdatesHappeningsBreaking News

রাজাবাজারে উদ্বোধন মা ও শিশুর পূর্ণমাত্রা চেকআপ ওয়েবসাইট “পর্ভারিশ”

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ রাজাবাজার সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে  আজ বুধবার “পর্ভারিশ” ওয়েবসাইট-এর সূচনা হয়। আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি l এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জল্লি বলেন,  রাজাবাজার ব্লক দীর্ঘদিন থেকে  দলগতভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে পোষণ অভিযানে কাজ করে  যাচ্ছে l   তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও উন্নতি করতে হবেl

Rananuj

জেলার সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে  জল্লি গর্ভবতী মহিলা এবং শিশুখাদ্য যথাযথভাবে বন্টন করে মৃত্যুর হার কমানোর ওপর গুরুত্ব আরোপ করেনl তিনি বলেন, গর্ভবতী মহিলাদের পুষ্টিহীনতার জন্য স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে l  পর্যাপ্ত রক্ত ও সুষম আহার থাকলে গর্ভবতী মহিলাদের মৃত্যুহার কমানো সম্ভব l শিশুদের খেলাধুলা ,নৃত্য-গীত ইত্যাদি  অনায়াসে এবং স্বাভাবিক  করে তুলতে হলে তাদেরকে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন এবং কাছাড় জেলা  পোষণ মাসে যেভাবে কৃতিত্ব অর্জন করতে সমর্থ, হয়েছে, ঠিক সেভাবে পুষ্টিহীনতা দূর করতে জেলা হিসেবে গড়ে তোলার জন্য উপস্থিত সকলের  অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান l  জল্লি বলেন, শিলচর সিভিল হাসপাতালে এনআইসি রিহ্যাবিলিটেশন সেন্টার খোলা হয়েছে,  কাজেই শিশুদের স্বাস্থ্যের কোনও ধরনের অবনতি হলে অথবা পুষ্টিহীনতা দেখা দিলে সেখানে পাঠাবেন এবং সেই  শিশুদের মায়েদেরকে  এর জন্য টাকাও দেওয়া হবে l

জল্লি বলেন যে, এই ওয়েবসাইটের মাধ্যমে যারা শিশুকে স্পন্সর করতে চাইবেন  তাদের জন্য এই ওয়েবসাইটে সুবিধা রয়েছে। কাজেই,  কাছাড় জেলাকে পুষ্টিহীনতা মুক্ত করতে সকলের প্রতি তিনি আহ্বান জানান l  পরে শ্রীমতি জল্লী এবং বিধায়ক মিহির কান্তি সোম  পুষ্টিহীনতা দূর করার বার্তা ছড়িয়ে দিতে জেলায় ভ্রাম্যমাণ মোবাইল অঙ্গনওয়াড়ি সেন্টার প্রচারগাড়ির ফ্ল্যাগ অফ করেন ।  এই গাড়িটি জেলার বিভিন্ন চা বাগান এলাকায় গিয়ে শিশু ও মহিলাদের সামগ্রিক সুবিধা প্রদর্শন করবেl অনুষ্ঠানে জেলাশাসক এবং বিধায়ক সোম রাজাবাজার  সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প এবং হরিনগর বিপিএইচ সির যৌথ উদ্যোগে স্বাস্থ্য ও সমন্বিত পোষণ পরিবারের আবরণ উন্মোচন করেন  এবং   বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মীদের খাদ্য প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন  l এতে প্রথম স্থান দখল করে  লাবক সেক্টর , দ্বিতীয় জয়পুর- লংলাছড়া  ও হরি নগর এবং তৃতীয় পালরবন্দ l মোট আটটি অঙ্গনওয়াড়ি  সেন্টারের অংশ নেওয়া এই প্রতিযোগিতায় বাকীদেরকে বিধায়ক সোম  তিনশত টাকা করে পুরস্কৃত করেন ৷

সঠিকভাবে পুষ্টিকর আহার মা ও শিশুদের মধ্যে বিতরণের  যে কর্মপন্থা অবলম্বন করা হয়েছে এর জন্য  বিধায়ক মিহির কান্তি সোম সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন l  পর্ভারিশ ওয়েবসাইটের মাধ্যমে  শিশুদেরকে স্পন্সর  তথা ডোনেশন-এর  সুবিধার কথা মাথায় রেখে হরিনগর বিপিএইচসি-র এসডিএমও দেবজ্যোতি নাথ শিশুদের জন্য দশ হাজার টাকা ডোনেট করেন l

জেলাশাসক এবং বিধায়ক ছাড়াও লক্ষীপুরের এসডিও তথা অতিরিক্ত উপায়ুক্ত রুথ লিয়াংসং, এসডিএম ও দিব্যজ্যোতি নাথ, রাজাবাজার বিডিও  মৃন্ময়  হালোই, উধারবন্দ জেলা পরিষদের  সুদীপ কুমার এবং পূর্ব উধারবন্দ জেলা পরিষদের  বিজয়িতা মাহাতো, ব্লক আঞ্চলিক পঞ্চায়েত  সভানেত্রী ফুলবানি বর্মন, সোনাই সার্কেল অফিসার বিকাশ ছেত্রী, কামরাঙ্গা গ্রাম পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা সিংহ, সিডিপিও সবিতা আচার্য, পোষণ অনুষ্ঠানের পরিচালক রণবিজয় দাস ,  ব্লক কো-অর্ডিনেটর ভাস্কর যাদব, এবং প্রদীপ বর্মন , শশাঙ্ক শেখর নাথ, দেবলতা বর্মন ও ইন্দিরা বর্মন , দুলো শুক্লবৈদ্য ছাড়াও বিভিন্ন  অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, প্রমুখ এতে অংশ নেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker