NE UpdatesAnalyticsBreaking News

রাজভবনের উদ্যোগে এ বারও অসমে ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস

গুয়াহাটি, ১১ জুন : অসমের রাজভবনের উদ্যোগে গত বছরের মতো এবারও বিরাট সমারোহে ও যথাযোগ্য মর্যাদায় আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে “পশ্চিমবঙ্গ দিবস”। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে অসমের বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার যোগসূত্রের একমাত্র সাহিত্য-সংস্কৃতিমূলক সংস্থা “বাংলা সাহিত্য সভা অসম”-কে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রহে ও পরামর্শে বিভিন্ন রাজ্যের মধ্যে জনসংযোগ ও জনকল্যাণহেতু তথা সাংস্কৃতিক ভাবমিনিময়ের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যের রাজভবনগুলোর উদ্যোগে বিভিন্ন রাজ্য-দিবস পালনের একটি সুন্দর পরম্পরা শুরু হয়েছে। অসমের রাজভবন গত এক বছর ধরে দেশের সমস্ত “রাজ্য দিবস” পালন করেছে। তার মধ্যে বিশালভাবে “পশ্চিমবঙ্গ দিবস”ও ছিল। গতবারও উন্নতমানের অনুষ্ঠান পরিবেশন করেছিল বাংলা সাহিত্য সভা। এবারও দায়িত্বে তারাই।

সোমবার রাজভবন আয়োজিত “পশ্চিমবঙ্গ দিবস” পালনের প্রস্তুতি হিসেবে একটি গুরত্বপূর্ণ সভায় বাংলা সাহিত্য সভার সভাপতি খগেনচন্দ্র দাস, কার্যকরী সভাপতি রবিশংকর দত্ত ও সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে সাহিত্য সভার কার্যকর্তা ও সাহিত্য-সংস্কৃতিকর্মীরা রাজভবনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক আলোচনায় মিলিত হন। আলোচনার মূল বিষয়ে নেতৃত্ব দেন ড. প্রশান্ত চক্রবর্তী।

আলোচনায় সিদ্ধান্ত হয় যে, এই মহতী অনুষ্ঠান অসমের ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ের কলাগুরু বিষ্ণুরাভা প্রেক্ষাগৃহে সম্পন্ন করা হবে। থাকবে দিবসটির তাৎপর্য বিষয়ে বিশেষ আমন্ত্রিত বক্তৃতা,  রাজ্যপাল গোলাবচান্দ কাটারিয়ার সারগর্ভ বক্তব্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাথমিক আলোচনার শেষে ড. প্রশান্ত চক্রবর্তীকে মূল সমন্বয়ক হিসেবে গুরুদায়িত্ব প্রদান করে পূর্ণাঙ্গ অনুষ্ঠানের পূর্ণ প্রস্তুতি ও পরিকল্পনার দায়িত্ব বাংলা সাহিত্য সভাকে অর্পণ করা হয়।

এ দিন বাংলা সাহিত্য সভার পক্ষে ছিলেন সভার পৃষ্ঠপোষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ-সমাজকর্মী কৃষ্ণাঞ্জন চন্দ, কোষাধ্যক্ষ তথা সাহিত্য পেনশনার শিশির সেনগুপ্ত, গুয়াহাটি শাখার কার্যকরী সভাপতি অসীম সরকার ও সাধারণ সম্পাদক জয়া নাথ, সভার অন্যতম পৃষ্ঠপোষক তথা বিশিষ্ট সমাজকর্মী সোনা দত্ত, পৃষ্ঠপোষক তথা সম্পাদক সমাজকর্মী বিশ্বজিৎ সেনগুপ্ত, পৃষ্ঠপোষক ও তরুণ উদ্যোগী তুহিনকাশ্যপ দেব ও মনোজ গারোদিয়া, সভার রাজ্য প্রকাশন সচিব সাহিত্য পেনশনার তুষারকান্তি সাহা, পাণ্ডু-মালিগাঁও শাখার সভাপতি তথা তিনসুকিয়া মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন বাংলা বিভাগীয় প্রধান প্রতিমা ভৌমিক, বিশিষ্ট অনুবাদিকা রুনুমি শর্মা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন রাজ্যপালের সচিব তথা সুসাহিত্যিক স্বপ্না দত্ত ডেকা। গোটা সভা সঞ্চালনা করেন রাজভবনের রাজ্যপালের প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি ড. শিবাশিস নাথ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজভবনের পাবলিক রিলেশন অফিসার লাকি বিশ্বাস প্রমুখ।

এ ব্যাপারে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী বলেন, “গেলবার আমরা এই অনুষ্ঠান রাজভবনের ঐতিহ্যমণ্ডিত ‘দরবার হল’-এ আয়োজন করেছিলাম। কিন্তু ভূমিধসের জন্য সেটি বন্ধ হওয়ায় ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপিত হবে। আমরা চাই পশ্চিমবঙ্গের যেসব মানুষ কর্মসূত্রে অসম রয়েছেন তাঁরা যেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু সেজন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।” সভার গুয়াহাটি শাখার অন্যতম সাধারণ সম্পাদক জয়া নাথের সঙ্গে যোগাযোগ করে (ফোন নং ৬০০৩০ ২০৩৪৮) নিজেদের নাম অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।
সভার শেষে রাজ্যপালের সচিব স্বপ্না দত্ত ডেকা নিজের লেখা একটি অসমিয়া বই ড. প্রশান্ত চক্রবর্তীর হাতে তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker