India & World UpdatesHappeningsBreaking News
মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় হত ১৭ পরিযায়ী শ্রমিকTrain runs over migrant labourers in Maharashtra, 17 dead
৮ মে: একে তো করোনার থাবায় ত্রস্ত গোটা দেশ, তার ওপরে দুর্ঘটনাও প্রাণ যাচ্ছে মানুষের। বিশাখাপত্তনমের গ্যাস লিকের পর এবার লকডাউনের মধ্যেই ট্রেনে চাপা পড়ে মহারাষ্ট্রে প্রাণ হারালেন কমেও ১৭ জন। এঁরা সবাই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঔরঙ্গবাদের কর্নাদে।
এদিকে, পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি এ দিন বলেন, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আমার কথা হয়েছে এই ঘটনা নিয়ে ৷ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার পর আবারও সমালোচনার মুখে পড়েছে সরকার। লকডাউন ঘোষণার আগে সরকার পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ভাবেনি, তাই এধরণের ঘটনার মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের, এভাবে মতামত দিচ্ছেন অনেকেই।