Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখাড়িতে গভীর রাত পর্যন্ত চলেছে উত্তেজনা, সকালে পরিস্থিতি স্বাভাবিক
ওয়ে টু বরাক, ১৯ জুলাই : মঙ্গলবার রাতে পিঙ্কি রায়ের মৃতদেহ নিয়ে রাঙ্গিরখাড়িতে উত্তাল প্রতিবাদের পর বুধবার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাঙ্গিরখাড়ি থেকে মেডিক্যালগামী সড়ক খুলে দেওয়া হয়েছে। মানুষ সহজভাবেই আসা-যাওয়া করছেন।
এ দিকে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দফায় দফায় লাঠিচার্জ করতে হয়েছে। একসময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জনতার ছোড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশ ও সিআরপিএফ জওয়ান মারাত্মকভাবে জখম হন। পরে মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলেও রাত ১২টা পর্যন্ত গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছিল। সব মিলিয়ে গতকাল রাতে প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলেও জানা যায়।
পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, এই ঘটনার জোর তদন্ত চলছে। মেয়েটির ফোনের সিডিআর বের করে তদন্ত চলছে। নিখোঁজ হওয়ার দিন দোকান থেকে বের হয়ে আসার পর সে কার কার সঙ্গে কথা বলেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা কোনওভাবেই রেহাই পাবে না বলে উল্লেখ করেছেন পুলিশ সুপার। বিধায়ক দীপায়ন চক্রবর্তী পিঙ্কি রায়ের পরিবারকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।