Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখাল গার্ডওয়ালের কাজের অগ্রগতি দেখলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ২৫ ফেব্রুয়ারি : বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ প্রচেষ্টায় অনুমোদন লাভ করেছিল ৪২ কোটি টাকার বহু প্রতিক্ষিত শিলচর রাঙ্গিরখালের উভয় দিকের গার্ডওয়ালের কাজ। এরপর গত ২৯ নভেম্বর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এর শিলান্যাস করেছিলেন। উচ্ছেদ এবং আনুষাঙ্গিক কাজের জন্য বেশ কয়েকদিন গড়িয়ে যাওয়ার পর গত প্রায় এক মাস আগে ঠিকাদার এর কাজে হাত দিয়েছিলে।
দলীয় নির্দেশে নির্বাচনের কাজে একমাস ত্রিপুরা থাকার পর এবার এই কাজটির অগ্রগতি শনিবার সকালে সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক। বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার দীপক গোস্বামী, আরেক সিনিয়র বাস্তুকার সৌগত সোম ও বিজেপির দুই মন্ডল সভাপতি শান্তনু রায়, দুলাল দাস, বিধায়কের পুর প্রতিনিধি দেবাশিস সোম, অমরেন্দ্র পাল, সঞ্জয় রায়, রঞ্জিত রায়, শৈলেশ দাস, দীপক চক্রবর্তী সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এ দিন কাজ সংলগ্ন গোটা এলাকাটি পরিদর্শন করলেন বিধায়ক।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন জানালেন, এ পর্যন্ত ৫০ থেকে ৬০ মিটার কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী বর্ষার মরশুমের আগে কাজের গতি বাড়াতে ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়াও কাজের গুণগত মান যাতে বজায় থাকে, এদিকে বিশেষ খেয়াল রাখতে বরাতপ্রাপ্ত ঠিকাদারকে বলেন বিধায়ক। এদিকে নালাকে আবর্জনা মুক্ত রাখতে গার্ডওয়ালের উপরে নেটিং করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি গার্ডওয়াল সংলগ্ন জায়গাটিতে যাতে মানুষ প্রাতঃভ্রমণ কিংবা সব সময় হাটাফেরা করতে পারেন, এর ব্যবস্থাও ভাবা হচ্ছে। কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিধায়ক। পাশাপাশি জনগণের সুবিধা ও অসুবিধা নিয়েও আলোচনা করেন তিনি।
উল্লেখ্য, ৩.৭ কিলোমিটারের এই কাজটি গিয়ে শেষ হবে সানলাইট পর্যন্ত। এরপর থেকে বাংলাঘাট পর্যন্ত আরও ১০ কিলোমিটার উভয় দিকের গার্ডওয়ালের কাজের জন্য ডিপিআর তৈরি করতে বাস্তুকার সৌগত সোমকে অনুরোধ করেন বিধায়ক। প্রস্তাবিত কাজটি মঞ্জুরের জন্য শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।