Barak UpdatesHappeningsCultureBreaking News
রবীন্দ্র জয়ন্তীতে জনতা কলেজে বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা
ওয়েটুবরাক, ১৬ মে : কাবুগঞ্জ জনতা কলেজে এ বারও মর্যাদার সঙ্গে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়৷ শুরুতেই কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন৷ অধ্যক্ষ ড. দেবাশিস পাল তাঁর বক্তৃতায় বলেন, আমরা যদি রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার প্রদীপ জ্বালাতে পারি, তাহলে নানা সামাজিক তমসা অপসারিত করতে পারি৷ তিনি কবিগুরুর বৈচিত্র্য ও সমন্বয়ে গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেন৷
সে দিনের গোটা অনুষ্ঠানেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা ধ্বনিত হয়৷ কলেজের মণিপুরি বিভাগের প্রধান ড. ঊষারানি শর্মা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওয়াই প্রফুল্ল সিংহ ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা মুন্নি দেব মজুমদার রবীন্দ্রনাথের সৃষ্টিকে নিয়ে নানাদিক থেকে আলোচনা করেন৷ তাঁরা বলেন, আজও বিশ্বকবি আমাদের প্রাত্যহিক জীবনে বেঁচে আছেন৷ স্মরণে, সৃজনশীলতায়, মননে, উচ্চারণে রবীন্দ্রনাথের মতো এত জীবন্ত আর কাউকে ভাবা যায় না৷
কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুদীপ্তা খেরসা ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা মুন্নি দেব মজুমদারের উদাত্ত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা এনে দেয়৷ বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালা কবিতা অবলম্বনে বাংলা বিভাগের অধ্যাপিকা ড. পিনাকী দাসের নৃত্য৷ অর্থনীতি বিভাগের অতিথি অধ্যাপিকা পূজা দাসও মনোজ্ঞ রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন৷ কলেজের ছাত্রছাত্রীরাও আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অতিথি অধ্যাপক ড. দ্বৈপায়ন দত্ত বিশ্বাস৷