Barak UpdatesHappeningsCultureBreaking News
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বরাক বঙ্গের সঙ্গীত-আবৃত্তি প্রতিযোগিতায় নাম লেখানোর আহ্বান
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এ বারও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আযোজন করা হয়েছে। আগামী ২৩ বৈশাখ, ৭ মে তারিখে উভয় প্রতিযোগিতা বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় আবৃত্তি, বেলা বারোটায় সঙ্গীত প্রতিযোগিতা। আগ্রহী প্রতিযোগীরা সঙ্গীতের জন্য তাপসী দত্ত (৯৮৬৪৫৪৬৯১১) এবং আবৃত্তির জন্য হাসনা আরা শেলী (৯৪৩৫৪১৯৯৫৬)-র কাছে নাম লেখাতে পারেন। অফিস চলাকালে বঙ্গভবনে গিয়েও নাম লেখানো যেতে পারে।
আবৃত্তি প্রতিযোগিতা : ক বিভাগ (দ্বিতীয় শ্রেণি পর্যন্ত) ১. ঝিনেদার জমিদার ২. দামোদর শেঠ ৩. বুড়ি (এক যে ছিল চাঁদের কোণায়…) ৪. তাল গাছ। খ বিভাগ (তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি) ১.পুতুল ভাঙা (সাত আটটে সাতাশ…) ২.জ্যোতিষী (এই যে রাতের তারা) ৩. সংশয়ী (কোথায় যেতে ইচ্ছে করে…) ৪. বাউল (দূরে অশথতলায়/পুঁতির কণ্ঠীখানি)। গ বিভাগ (সপ্তম থেকে নবম শ্রেণি) ১. বাণী বিনিময় (মা, যদি তুই আকাশ) ২. বৃষ্টি পড়ে টাপুর টুপুর ৩. সাত ভাই চাম্পা (সাতটি চাঁপা সাতটি গাছে…) ৪. ফুলের ইতিহাস (বসন্ত প্রভাতে এক মালতি ফুল)। ঘ বিভাগ (দশম শ্রেণি ও ঊর্ধ্বে) ১. সোনার তরী (গগনে গরজে মেঘ…) ২. বিম্ববতী (সযত্নে সাজিল রানী, বাঁধিল কবরী…) ৩. বর্ষ যাপন (রাজধানী কলিকাতা তেতালা ছাতে…) ৪. দুই পাখি (খাঁচার পাখিটি ছিল সোনার খাঁচাটিতে…) ৫. এক গাঁয়ে (আমরা দুজন একটি গাঁয়ে থাকে…)।
সঙ্গীত প্রতিযোগিতা : ক বিভাগ (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি) ১. জগত জুড়ে উদার সুরে ২. বিশ্বসাথে যোগে যেথায় ৩. দাঁড়িয়ে আছ তুমি আমার৷ খ বিভাগ (অষ্টম থেকে দশম শ্রেণি) ১. বিপুল তরঙ্গ রে ২. এ কী এ সুন্দর শোভা ৩. আমার প্রাণের মানুষ আছে প্রাণে৷ গ বিভাগ (একাদশ-দ্বাদশ শ্রেণি) ১. তোমার গীতি জাগালো স্মৃতি ২. অন্তরে জাগিছ অন্তরযামী ৩. নিত্য তোমার যে ফুল ফোটে