NE UpdatesHappeningsBreaking News
রবিবার শিলঙে গিয়ে বক্তৃতা করবেন ড. অমলেন্দু ভট্টাচার্য
ওয়েটুবরাক, ২৫ আগস্টঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলঙের বক্তৃতামালার দ্বিতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট, রবিবার। গত বছর এই বক্তৃতামালা শুরু হয়েছে। দ্বিতীয় অধিবেশনের নির্ধারিত বিষয়– উত্তরপূর্ব ভারতের বাংলা সাহিত্য। বক্তা শিলচর গুরুচরণ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা ভাষা-সাহিত্য গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য। বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলঙ-এর সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, সেদিন বেলা সাড়ে এগারোটায় স্বাগত ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। এর পরই নির্ধারিত বিষয়ের ওপর অমলেন্দু ভট্টাচার্যের ভাষণ এবং প্রশ্নোত্তর পর্ব।