Barak UpdatesSportsBreaking News
রবিবার বাকসের বর্ষসেরা অনুষ্ঠান, সেরা সংগঠকের পুরস্কার পাবেন সীতাংশু দাস
ওয়ে টু বরাক, ২৫ নভেম্বর ঃ ধলাইয়ের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সীতাংশু দাসকে সেরা ক্রীড়া সংগঠকের সম্মান জানাচ্ছে বাকস। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট বিশেষ কৃতিত্ব অর্জনকারী প্রতিভাশালী খেলোয়াড়দের পুরস্কৃত করবে বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন। আগামী রবিবার ২৬ নভেম্বর শিলচরের ডিএসএ সংলগ্ন এক অভিজাত হোটেলে বর্ষসেরা অনুষ্ঠানটি আয়োজন করবে সংস্থা।
বাকস অর্থাৎ বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় ইউনিট এই বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজন করছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থায় থাকা বাকসের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা জানালেন, দুজন ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রতিবছর যে সম্মান জানানো হয়, সেটি এ বার প্রদান করা হবে দুই চিত্র সাংবাদিক সুদীপ সিং ও হিমাংশু দে কে। সংস্থার জেলা সভাপতি দেবাশিস সোম ও সচিব অভিজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, এ বারও সেরা খেলোয়াড় বাছাই করতে সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী এক বিচারক মন্ডলী কমিটি গঠিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিভাগে বিশেষ কৃতিত্ব অর্জন করা মোট ১৫ জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।
সেইসব কৃতী খেলোয়াড়রা হচ্ছেন সেরা ফুটবলার প্রীতম পাল, প্রমিসিং ফুটবলার বিকি সিনডাই, সেরা ক্রিকেটার রাহুল সিং, সেরা উওম্যান ক্রিকেটার দেবিকা দেব, প্রমিসিং ক্রিকেটার মারিয়াস দিখার, সেরা টেবিল টেনিস শাটলার দ্বিবীজা পাল, প্রমিসিং শাটলার বিপ্রজিত পাল। এছাড়াও টিটিতে সম্মান জানানো হবে বিশেষভাবে সক্ষম বিপ্রজিত দেবকে। বণিপ সিনহা পাচ্ছেন সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়ের পুরস্কার। সেরা অ্যাথলেটের পুরস্কার পাচ্ছেন কুটন গৌড় ও প্রমিসিং অ্যাথলেট প্রমিলা দে। সেরা কবাডি খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বিশ্বজিৎ মিশ্র, সেরা প্রোমিসিং হকি খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন রাজদীপ দাস, সেরা দাবাড়ুর পুরস্কার পাচ্ছেন রাহুল সিং, প্রমিসিং দাবাড়ু হিসাবে পুরস্কৃত করা হবে সুদীপ্তা পালকে।
দেবাশিস-অভিজিত আরও জানিয়েছেন, অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়াকে। আমন্ত্রণ জানানো হয়েছে ডিএসএ সহ ক্রীড়া মহলের ব্যক্তিদের। বর্ষসেরা অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন এ অঞ্চলের প্রতিভাশালী শিল্পীরা। কেন্দ্রীয় সচিব রবি হাজাম জানান, এটি তাদের একটি রুটিন অনুষ্ঠান। কাছাড় জেলা কমিটির অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে সংস্থার এবারকার এই বর্ষসেরা আয়োজন। পরবর্তী সময়ে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা ইউনিটের বর্ষসেরা অনুষ্ঠান আয়োজিত হবে। এ দিনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাকসের পক্ষে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রিতেন ভট্টাচার্য।