Barak UpdatesHappeningsSportsBreaking News
রবিবার উধারবন্দে আলোচনা, করোনাকে সঙ্গে নিয়েই খেলাকে কী ভাবে মাঠে ফেরানো যায়
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বরঃ “করোনা কাটিয়ে মাঠে ফিরতে চায় খেলা: কী ভাবছেন ময়দানের মানুষরা?” শীর্ষক এক বিশেষ আলোচনার আয়োজন করেছে উধারবন্দ টেবিল টেনিস ক্লাব। আগামী ১২ সেপ্টেম্বর, রবিবার সকাল এগারোটায় উধারবন্দে ক্লাবের ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে বসবে ওই আলোচনার আসর।
বরাক উপত্যকার চারটি জেলা ক্রীড়া সংস্থা সহ সক্রিয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক, ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বিকল্প পথের সন্ধানেই এই আয়োজন। সঞ্চালকের দায়িত্বে থাকবেন অধ্যাপক জয়দীপ বিশ্বাস। সভার আলোচনা থেকে বের হওয়া নির্যাস পরবর্তী সময়ে রাজ্য সরকারের কাছে পেশ করা হবে বলে জানিয়েছেন উধারবন্দ টেবিল টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণবানন্দ দাশ। তাঁর কথায়, তাতে আগামীতে খেলাধুলা নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারের সাহায্য হবে।
প্রণবানন্দ বলেন, গত প্রায় দু’বছর ধরে লাইনচ্যুত হয়ে আছে খেলাধুলা। করোনা আদৌ শেষ হবে কী না, হলেও কবে, তা সবারই অজানা। এই পরিস্থিতিতে ক্রীড়া সংগঠক, প্রশাসক বা খেলোয়াড়দের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। করোনাকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে, এমন ভাবনাকে মাথায় রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন।