NE UpdatesHappeningsBreaking News

রঞ্জন দৈমারির যাবজ্জীবন কারাদণ্ড হাই কোর্টেও বহাল

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : ২০০৮ সালের গুয়াহাটির ধারাবাহিক বোমা মামলায় মুখ্য অভিযুক্ত এনডিএফবি নেতা রঞ্জন দৈমারির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখল গৌহাটি হাই কোর্ট৷ এর আগে সিবিআই আদালত এই রায় দিলে রঞ্জন হাই কোর্টের দ্বারস্থ হন৷ হাই কোর্ট অন্য নয় অভিযুক্তকেও পুরনো রায়ই শোনায়৷ বাকি চারজনকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

বর্তমানে অবশ্য এনডিএফবির কোনও অস্তিত্ব নেই৷ একে আগেই ভেঙে দেওয়া হয়েছে৷ এর প্রতিষ্ঠাতা সভাপতি দৈমারি ২০১৯ সাল থেকে জেলবন্দি৷

এদিকে ইউপিপিএল নেতা তথা বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ো উচ্চ আদালতের রায় শুনেই রঞ্জন দৈমারির মুক্তি দাবি করেন৷ তিনি বলেন, সরকারের সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে আসা নেতার মুক্তি পেতে হয়৷ তাই তাঁর দল এ ব্যাপারে উপায় বের করে দৈমারিকে মুক্ত করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবে বলে প্রমোদ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker