NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
গাইডলাইন লঙ্ঘন ! বন্ধ করে দেওয়া হবে আসামের ৪টি টোলগেট
২৮ জুলাই : আসামের বিভিন্ন জাতীয় সড়কে থাকা ৪টি টোলগেট খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। প্রাপ্ত খবরে জানা গেছে, এই চারটি টোলগেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার গাইডলাইন লঙ্ঘন করেছে। যে চারটি টোলগেট এই গাইডলাইন লঙ্ঘন করেছে, সেগুলো হচ্ছে সোনাপুরের নাজিরাকাহাট, মদনপুর, গালিয়া ও মিকিরতি হগাও। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই চারটি টোলগেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
উল্লেখ্য, ফি রুলস ২০০৮ অনুযায়ী পার্শ্ববর্তী দুটি টোলপ্লাজার মধ্যে ৬০ কিলোমিটার দূরত্ব থাকতে হবে। গত মার্চ মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গাড়কারি বলেছিলেন, দেশের বেশকিছু টোলগেট ন্যাশনাল হাইওয়ে অথরিটির গাইডলাইন লঙ্ঘন করেছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় বলেছিলেন, জাতীয় সড়কে যে টোলগেটগুলো ৬০ কিমি দূরত্বের মধ্যে থেকে অর্থ সংগ্রহ করছে, সেগুলো আগামী তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে টুইটারে মন্ত্রী বলেছেন, ‘আমি আগেও কয়েকবার বলেছি, ৬০ কিমি দূরত্বের মধ্যে থাকা টোলগেটগুলো অবৈধ। কিন্তু আমরা টাকা পাচ্ছি বলে এগুলো চলছে। কিন্তু আমি আশ্বস্ত করছি যে, ৬০ কিমি দূরত্বের মধ্যে যে টোলগেটগুলো রয়েছে, সেগুলো আগামী তিন মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।