India & World UpdatesHappeningsBreaking News
যাত্রী নিয়ে কাবুল ছাড়ল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান
১৫ আগস্ট : ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ল শেষ এয়ার ইন্ডিয়ার বিমান। আজ রাতের মধ্যেই নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। রবিবার তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরই নাগরিকদের নিয়ে তড়িঘড়ি রাজধানী শহর ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এত দিন নতুন দিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিন বার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হতেই দু’দেশের মধ্যে উড়ান পরিষেবা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবান। রবিবার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।
দেশের সরকার উত্খাত হয়ে গিয়েছে। রাজধানী সহ গোটা দেশটাই এখন তালিবানের দখলে। প্রেসিডেন্ট পালিয়েছেন বিদেশে। এমন সময় অসহায় আফগানরা দেশ ছাড়ছেন। তালবান শাসন মানেই দেশের মহিলাদের অধিকারে হস্তক্ষেপ। কাবুল থেকে দিল্লি উড়ে আসা এক আফগান মহিলা জানালেন এমন কথা। এদিকে, আফগানিস্তান ছাড়লেন প্রেসিডেন্ট আশরফ ঘানি। সূত্রের খবর, তিনি তাজিকিস্তান রওনা দিয়েছেন। সূত্রের খবর, ঘানির ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ছেড়েছেন। এর আগে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি বলেছিলেন, রাষ্ট্রপতি দেশের সঙ্কট সমাধানে ক্ষমতা রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। মোহাম্মদি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল সোমবার দোহা যাবে। প্রতিনিধিদলে ইউনুস কানুনি, আহমদ ওয়ালি মাসুদ, মোহাম্মদ মহাকিক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন।
তালিবান নেতারা ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর ঘানি পদত্যাগ করবেন এবং ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন, এটাই ঠিক ছিল। এদিকে আফগানরা বলেছেন, তাঁরা রাজনৈতিক নিষ্পত্তির মাধ্যমে দেশে চলমান হিংসার অবসান চান। রবিবারই কাবুলের দখল নিয়েছে তালিবানরা। সূত্রের খবর, ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনি। আগামী এক সপ্তাহের মধ্যে শান্তিপূর্ণ পথে ক্ষমতার হস্তান্তর চায় তালিবানরা।