India & World UpdatesHappeningsBreaking News
মোদি-শাহ নয়, মমতা বললেই বিধিভঙ্গ, নোটিশ পেয়ে প্রশ্ন মমতার
ওয়েটুবরাক, ১০ এপ্রিল: নির্বাচন কমিশনকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি পক্ষপাতের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী এত উল্টোপাল্টা কথা বলেন, বিধিভঙ্গ হয় না। অমিত শাহ যা-তা বলে যান, বিধিভঙ্গ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে বক্তৃতা দিলে বিধিভঙ্গ হয়!’’
আপত্তিজনক বক্তৃতার জন্য কমিশন মমতাকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ফের সরব হন মমতা৷ বলেন, ‘‘আমি সিআরপিএফ, সিএসএফ নিয়ে তত ক্ষণই বলব, যত ক্ষণ তারা বিজেপি করবে। তারা বিজেপি না-করলে আমি তাদের স্যালুট করব।’’
বর্ধমানের বিভিন্ন প্রচারসভায় তাঁকে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘এতে আমার কিছু যায়-আসে না। জনগণের সঙ্গে ছিলাম, আছি, থাকব।’’ নোটিশের জবাবে এই উত্তরই দেবেন বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।