NE UpdatesHappeningsBreaking News
মোদি-শর্মার হোর্ডিং : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের
ওয়েটুবরাক, ১৯ মার্চ: নির্বাচনবিধি বলবৎ হওয়ার ৪৮ ঘণ্টা পরেও গুয়াহাটি থেকে নরেন্দ্র মোদি ও হিমন্তবিশ্ব শর্মার ছবি থাকা বিভিন্ন সরকারি হোর্ডিং, সরকারি প্রকল্পের বিজ্ঞাপন, খেলো ইন্ডিয়ার তোরণ সরানো হয়নি। তাই আসাম সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচনী অফিসারকে চিঠি পাঠালো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি।
তাঁদের বক্তব্য, নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পরপরই সে সব খোলার কথা ছিল সরকারের৷ ইচ্ছাকৃত ভাবে সেগুলি ঝুলিয়ে রাখা হয়েছে যাতে ভোটারদের প্রভাবিত করা যায়৷ এ ব্যাপারে তাঁরা কমিশনের তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান৷