India & World UpdatesHappeningsBreaking News

মোদিকে দেখেই জড়িয়ে ধরলেন পোপ

ওয়েটুবরাক, ১৫ জুন :  ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার দেশের মসনদে বসেই তিনি উড়ে গিয়েছেন দক্ষিণ ইতালির বোর্গো ইনিয়াৎসিয়ায়। ভারতে লোকসভা ভোটের মাঝেই মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর ডাক ফেরাননি মোদি। শুক্রবার সেখানে মোদির সঙ্গে পোপ ফ্রান্সিসেরও সাক্ষাৎ হয়। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে শুধু করমর্দনই নয়, সাতাশি বছরের পোপ তাঁকে আলিঙ্গন করলেন। আর মোদি তাঁকে জানালেন ভারতে আসার আমন্ত্রণ।

Rananuj

তিনদিনের সফরে ইতালি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে জোড় হাতে ‘নমস্তে’ জানিয়েছেন প্রধানমন্ত্রী মেলোনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে ফ্রান্সের ম্যাক্রোঁ সকলেই পরস্পরকে জোড় হাতে নমস্কার করেছেন। রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা জানাতে হুইলচেয়ারে বসেই সম্মেলনস্থলে পৌঁছেন পোপ ফ্রান্সিস৷

সকলকে শুভেচ্ছা জানালেও নরেন্দ্র মোদির সঙ্গে পোপের সাক্ষাৎপর্ব একটু অন্য মাত্রা নিল। একে অপরকে আলিঙ্গন করলেন। মোদি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পোপ ফ্রান্সিসের ভূয়সী প্রশংসা করেন মোদি। অন্যদিকে, করোনা কালে গোটা বিশ্বের জন্য প্রতিষেধক তৈরির কাজে ভারতের অগ্রণী ভূমিকার কথা বলে মোদি সরকারকে কৃতিত্ব দিয়েছেন পোপ। এ বিষয়ে ভারতের অন্যতম আর্চবিশপ কুরিয়াকোসে ভারানিকুলাঙ্গারা জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী আর পোপের সাক্ষাৎপর্ব দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁরা দুজন একান্তে বেশ খানিকক্ষণ কথা বলেছেন। এতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুন্দর হবে বলে আশা করছি। এমনিতে প্রধানমন্ত্রী মোদি আমাদের কাছের। আশা করব, ভারতের খ্রিস্টান সম্প্রদায় যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেকথা তিনি বিশ্বের দরবারে তুলে ধরবেন। তাঁর নেতৃত্বে আমরা আরও সুরক্ষিত থাকতে পারব, এই প্রার্থনা করি।’

জি-৭ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পোপ ফ্রান্সিস উল্লেখ করেন, এই মুহূর্তে প্রযুক্তিতে সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা। তাঁর মতে, ”কীভাবে এই প্রযুক্তিটি ব্যবহার করব, তা আমাদেরই ঠিক করতে হবে। তবেই এর খারাপ দিকটি এড়ানো যাবে, মানব সভ্যতা আরও এগোতে পারবে৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker