NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মে থেকে পান্ডুতে শুরু হবে জাহাজ মেরামতি কেন্দ্রের নির্মাণ কাজ, জানালেন সোনোয়াল
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর : কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোমবার পান্ডু বন্দরে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে অসম তথা উত্তর-পূর্বে বিভাগীয় নানা প্রকল্প বাস্তবায়ন হওয়া এবং হতে থাকা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। বৈঠকে অসম তথা উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি গতিশীল করার ক্ষেত্রে জলপথের গুরুত্ব অনুধাবন করে এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী সনোয়াল।
এদিন পান্ডু বন্দরে নির্মীয়মান জাহাজ নির্মাণ কেন্দ্রের কারিগরি এবং অন্যান্য ক্ষেত্রে কাজের অগ্রগতির খোঁজখবর নেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে ওই প্রকল্প নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হবে এবং আগামী দু’বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে। ওই জাহাজ নির্মাণ কেন্দ্র সম্পূর্ণ হলে অসমে জাহাজ মেরামতি অতি কম সময়ে এবং কম খরচে করা সম্ভব হবে। ওই কেন্দ্রের নির্মাণের ক্ষেত্রে জড়িত কারিগরি দিকটি তদারকি করছে আইআইটি মাদ্রাজ। ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের যৌথ প্রচেষ্টায় ওই কেন্দ্র নির্মাণ শুরু হবে।
মন্ত্রী সনোয়াল বলেন, ইংরেজ শাসন কালে বর্তমানের ভারত-বাংলাদেশ প্রটোকল রুট হিসেবে গণ্য হওয়া জলপথের যথেষ্ট গুরুত্ব ছিল। কিন্তু পরবর্তীকালে এর গুরুত্ব কমে যায়। এর ফলে স্থানীয় কৃষকরা উৎপাদিত সামগ্রীর উপযুক্ত বাজার, আমদানি-রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে নানাভাবে সমস্যার মুখে পড়ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্ব এবং অ্যাক্ট ইস্ট পলিসির প্রেক্ষিতে এখন ভারত-বাংলাদেশ প্রটোকল জলপথ প্রাণ ফিরে পাচ্ছে। আর ওই জলপথকে উন্নীত করে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ত্বরান্বিত করার ক্ষেত্রে সোনোয়াল গুরুত্ব আরোপ করছেন। এর মাধ্যমে অসম তথা উত্তর পূর্বাঞ্চলের কৃষক এবং স্থানীয় শিল্পোদ্যোগীরা যথেষ্ট উপকৃত হবেন আশা করা যায়।
রাজ্যের মধ্যে থাকা জাতীয় জলপথ সমূহ, যেমন ব্রহ্মপুত্র, বরাক, ধনশিরি ইত্যাদি নদীপথের পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে বিভাগীয় আধিকারিকদের আজ নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাছাড়া উত্তর-পূর্বের বিভিন্ন স্থানে কার্গো পরিষেবা এবং টার্মিনালের উন্নতিকরণ, জলপথ খনন ইত্যাদি কাজের ক্ষেত্রেও পরিকল্পনা গ্রহণে আধিকারিকদের নির্দেশ দেন তিনি।