NE UpdatesAnalyticsBreaking News
মে’র মধ্যে পুলিশে ১৬ হাজার নিয়োগ, বার্তা হিমন্তের
৪ জানুয়ারি ঃ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের পুলিশ বিভাগকে আগামী ১০ মে’র মধ্যে ১৬ হাজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ডিব্রুগড়ের দুলিয়াজানে পুলিশ সুপারদের সম্মেলনে এই নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশের নতুন কমান্ডো ব্যাটেলিয়নে ৫ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে রাজ্যের পুলিশ বিভাগে ১১ হাজার পদ খালি রয়েছে। তিনি পুলিশ বিভাগকে মে মাসের ১০ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা বলেছেন।
রাজ্যের বর্তমান সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১০ মে’র মধ্যে ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। রাজ্যের বিভিন্ন বিভাগে ১ লক্ষ চাকরির মধ্যে সরকার পুলিশ বিভাগকে শূন্য থাকা ১৬ হাজার পদ পূরণ করতে নির্দেশ দিয়েছে। একইভাবে শিক্ষা বিভাগকে এই সময়সীমার মধ্যে ২৫ হাজার পদে ও স্বাস্থ্য বিভাগকে ৫ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশ বিভাগকে পাসপোর্টের ভ্যারিফিকেশন প্রক্রিয়া ও অন্য কাজকর্ম দ্রুত করার ওপর জোর দিয়েছেন।